মহান বিজয় দিবস উপলক্ষে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও শীতের সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।
শুক্রবার জুম্মা নামাজের পর বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার উদ্যোগে হামিদপুর আল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও শীতের সুরক্ষা সামগ্রী দেওয়া হয়।
হামিদপুর আল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতারিম হাফেজ মাওলানা মুফতি শরিফুল ইসলাম বলেন,বসুন্ধরা শুভসংঘ আজ যে উদ্যোগ নিয়ে আমাদের শিক্ষার্থীদের যেসব উপহার সামগ্রী দিল তার জন্য সত্যি প্রশংসা না করে পারছি না। খুব সুন্দর একটি উদ্যোগ। আমরা খুবই খুশি হয়েছি।
বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি তুরাগ খান বলেন,আমরা সব সময় শুভ কাজে সবার পাশে থেকে সামাজিক কাজগুলো করে যাচ্ছি। ভবিষ্যতেও করে যাবো।
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি তুরাগ খান,সহ সভাপতি সোহাগ,সাধারণ সম্পাদক কাওসার হাবিব,ক্রীড়া বিষয়ক সম্পাদক রিপন সরেন,সাহিত্য বিষয়ক টমাস আলফা,সংস্কৃতি বিষয়ক সম্পাদক হেমন্ত সরেন উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সম সভাপতি সাদেক আলী, মুহতারিম হাফেজ মাওলানা মুফতি শরিফুল ইসলাম, হাসান আলীসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/আশফাক