বসুন্ধরা শুভসংঘ আমতলী উপজেলা শাখার উদ্যোগে গাজিপুর বন্দর ক্বিরাতুল কুরআন হাফিজিয়া ও কওমি মাদ্রাসা মিলনায়তনে শিক্ষার্থীদের ডেঙ্গু বিষয়ে সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শিক্ষার্থীদের ডেঙ্গু বিষয়ে সচেতনতা বিষয়ক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সুন্ধরা শুভসংঘ আমতলী উপজেলা শাখার উপদেষ্টা আল আমিন বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আঠারোগাছিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল বাতেন দেওয়ান, বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো মিজানুর রহমান, বসুন্ধরা শুভসংঘের সদস্য মো. নাসির গাজি ও নাজমুল হাসান প্রমুখ।
সভায় হাফিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক ধারণা দেওয়া হয়। বক্তারা বলেন, ডেঙ্গুর কোন টিকা নেই। তাই এ বিষয়ে সচেতনতাই প্রধান রক্ষাকবচ হিসেবে রক্ষা করবে।
বসুন্ধরা শুভসংঘ আমতলী উপজেলা শাখার উপদেষ্টা আল আমিন বলেন, ডেঙ্গু জ্বর হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে কিছু করণীয় যেমন- বাড়ির আঙিনা, ছাদ এবং আশেপাশে জমে থাকা পানি (টায়ার, ভাঙা পাত্র, ফুলদানি) নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে মশারি ব্যবহার এবং লম্বা হাতার পোশাক ব্যবহার করতে হবে।
একই সঙ্গে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ডেঙ্গুর লক্ষণগুলো ভিন্ন হতে পারে, তাই অবিরাম বমি বা পেটে ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া কথাও বলেন তিনি।
বিডি-প্রতিদিন/তানিয়া