বসুন্ধরা শুভসংঘ সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য পরিবেশে কেরাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত বাঙ্গালা ইউনিয়নের আলিয়ারপুর দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম।
বসুন্ধরা শুভসংঘ উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. আতাউর রহমান, মাওলানা রুহুল আমীন, কালের কণ্ঠের উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক আতাউর রহমান রাজু, শুভসংঘের সহ-সভাপতি ওয়াহাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, কার্যকরী সদস্য ফিরোজ আহামেদ, সবুজ, সোহেলসহ অন্যান্য সদস্যবৃন্দ।
মাদ্রাসার মোট ৬০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। কেরাত ও গজল—এই দুই বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিলাওয়াতের শুদ্ধ তাজবিদ, সুর, উচ্চারণ এবং গজলের কণ্ঠসৌন্দর্য ও উপস্থাপনার ভিত্তিতে বিচারকরা বিজয়ীদের নির্বাচন করেন। বিচারকমণ্ডলীতে দায়িত্ব পালন করেছেন হাফেজ মো. মোবারক হোসেন, হাফেজ মো. রাশেল আহামেদ ও হাফেজ মো. জাকারিয়া হোসাইন।
কেরাত প্রতিযোগিতার যথাক্রমে প্রথম, দ্বিতীয় তৃতীয় স্থান লাভ করেন মো. শিহাব উদ্দিন, মো.ফাহিম আশরাফ, মো. আলামিন হোসেন।
গজল প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন মো. শিহাব উদ্দিন, দ্বিতীয় স্থান মো. হুজাইফা হাসান এবং তৃতীয় স্থানে জায়গা করে নেন মো. রবিউল ইসলাম।
বিজয়ী ছয় শিক্ষার্থীর হাতে সম্মাননা পুরস্কার হিসেবে জায়নামাজ তুলে দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী ৬০ জন শিক্ষার্থীর প্রত্যেককেই সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জানায়।
প্রধান শিক্ষক মাওলানা আতাউর রহমান বলেন, ‘কেরাত শুধুই সুন্দর সুর নয়, বরং তা আল্লাহর বাণীর প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে। শিক্ষার্থীদের আত্মিক ও নৈতিক উন্নয়নে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক মো. সুমন আনসারী বলেন, ‘গ্রামের মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীরা সীমিত সুযোগে পড়াশোনা করে। এ ধরনের প্রতিযোগিতা তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং মনোবলকে আরও শক্তিশালী করে।’
তিনি আরও বলেন, ‘ভবিষ্যতেও শিক্ষার্থীদের বিকাশে শুভসংঘ এমন আয়োজন অব্যাহত রাখবে।’
আয়োজক ও অতিথিরা বলেন, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরিতে সহায়তা করেছে এবং তাদের সাংস্কৃতিক, নৈতিক ও আত্মিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিডি-প্রতিদিন/তানিয়া