বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে কমলমতি শিশুদের নিয়ে ভূমিকম্প সতর্কতা বিষয়ক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি দেশে ভূকম্পন অনুভূতির হার বাড়ায় আতঙ্ক এবং ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশুরা ভূমিকম্প পরিস্থিতিতে সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতার মধ্যে থাকে। তাই ভূমিকম্পের সময় কীভাবে নিরাপদে আশ্রয় নিতে হবে সে বিষয়ে শিশুদের ধারণা দিতে এই মহড়ার আয়োজন করা হয়।
বুধবার নাটোর রেলওয়ে স্টেশন বস্তিতে অবস্থিত স্বপ্নকলি স্কুলের ৮০ জন শিক্ষার্থী এ মহড়ায় অংশগ্রহণ করে। মহড়ায় শিশুদের ভূমিকম্পের প্রাথমিক সতর্কতা, দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া, মাথা রক্ষা করা, ভবন থেকে বের হওয়ার সঠিক পদ্ধতি ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
কার্যক্রমটি পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সভাপতি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষণপ্রাপ্ত ভলান্টিয়ার মো. মোস্তাফিজুর রহমান সৈকত। তিনি শিশুদের সঙ্গে আলোচনা করে ভূমিকম্পের ঝুঁকি ও করণীয় সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুষ্ময় দাস তনয়। আরও উপস্থিত ছিলেন সদস্য বর্ষা খাতুন, আসলাম, শিশির কুমার দাস, সোহানুর হোসেন, আরিফ, চাঁদ, আল-আমিন, আসিফ মাহমুদ, জাহিদ হোসেন ও মো. আরিফুর ইসলামসহ আরও অনেকে।
সভাপতি মো. মোস্তাফিজুর রহমান সৈকত বলেন,‘শুভসংঘ সবসময়ই মানবিক কাজে যুক্ত থাকে। দেশের যেকোনো প্রয়োজনে আমরা প্রস্তুত আছি।’
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সাধারণ সম্পাদক সুষ্ময় দাস তনয় বলেন,‘শিশুদের সচেতন করার পাশাপাশি বাস্তবভিত্তিক মহড়া দিতে পেরে আমরা আনন্দিত। আমরা চাই, সব শিশু নিরাপদ থাকুক।’
বিডি-প্রতিদিন/আশফাক