জন্ম থেকেই দুই পা অবশ। তাই স্বাভাবিকভাবে চলাফেরা করেতে পারেন না পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ফকিরপুর গ্রামের সুকমান মণ্ডলের বড় ছেলে জয়নাল মণ্ডল (৩৭)।
দুই হাতের ভরসায় কোনো রকমে চলাফেরা করেন তিনি। দরিদ্র মৎস্যজীবী বাবার সামান্য সহায়তায় ঘরের সামনে ছোট্ট একটি মুদি দোকানের আয়ের চলে তার সংসার। সারাদিন দোকানে বসে থাকেন জয়নাল। অপেক্ষায় থাকেন কখন একজন ক্রেতা আসবে। যা আয় হয়, তা দিয়েই মানবেতর জীবনযাপন করছেন তার পরিবার।
জয়নালের আর্থিক সংকটের বিষয়টি নজরে আসে বসুন্ধরা শুভসংঘের। তার দৈনন্দিন সংগ্রাম তাদের নাড়া দেয়। এরপর তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন সংগঠনের সদস্যরা।
সোমবার (১ ডিসেম্বর) সকালে জয়নালের দোকানে প্রয়োজনীয় মুদি সামগ্রী নিয়ে হাজির হন বসুন্ধরা শুভসংঘ সুজানগর উপজেলা শাখার সদস্যরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ। তার উপস্থিতিতে এই মুদি দোকানির হাতে উপহার সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা।
উপহার পেয়ে বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জয়নাল মণ্ডল। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, বসুন্ধরা শুভসংঘ সব সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ায়। এই মানবিক কাজে অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে তিনি প্রতিবন্ধী জয়নালের সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতিও দেন।
উপহার দেওয়ার সময় মালিফা সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের প্রভাষক মো. রাশেদ খান, কালের কণ্ঠ পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, সাতবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. সোহেল রানা, আল মোবারক, খোরশেদ আলম ও মৎস্য ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল