বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে দ্বীপ জেলা ভোলার তা'লিমুল ইসলাম নুরানী ও হাফিজিয়া মাদ্রাসায় হায়াতুস সাহাবাসহ বিভিন্ন ধর্মীয় বই প্রদান করা হয়েছে।
শনিবার ভোলার বাপ্তা ইউনিয়নে অবস্থিত তা'লিমুল ইসলাম নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে বসুন্ধরা শুভসংঘের উপহার হিসেবে বিভিন্ন ধর্মীয় বই তুলে দেন বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সদস্যরা।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাঠদান এবং স্থানীয় মানুষের ধর্মীয় জিজ্ঞাসার জবাব দিতে বিভিন্ন ইসলামিক বই প্রয়োজন ছিল। বিষয়টি জানানো হলে বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখা দ্রুত প্রয়োজনীয় বই সংগ্রহ করে মাদ্রাসাটিতে প্রদান করে।
বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে তা'লিমুল ইসলাম নুরানী ও হাফিজিয়া মাদ্রাসায় হায়াতুস সাহাবা, সীরাতে মুস্তফা, আল্লাহর মহব্বত, নবীজীর মহব্বত, তাবেঈদের ঈমানদীপ্ত জীবন, মুমিনের বার মাস, প্রিয় নবী (স.) এর ভালোবাসা বইগুলো উপহার হিসেবে প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তা'লিমুল ইসলাম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক মাওলানা সালাউদ্দিন, শিক্ষক মো. ইউনুস, সমাজসেবক মো. এছাক মিয়া, বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. জিহাদ, কার্যনির্বাহী সদস্য মো. মুন্নাসহ বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
তালিমুল ইসলাম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক মাওলানা সালাউদ্দিন বলেন, 'বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই। এসব বই শিক্ষার্থীদের ইসলামিক জ্ঞান সমৃদ্ধ করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সভাপতি মো. শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, 'নতুন প্রজন্মকে সঠিক ও সুন্দর পথে এগিয়ে নিতে বসুন্ধরা শুভসংঘ নিয়মিতভাবে শিক্ষা সহায়ক কার্যক্রম পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় আজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে ইসলামিক বই তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আমরা চাই, শিক্ষার্থীরা আদর্শবান নাগরিক হিসেবে গড়ে উঠুক। বসুন্ধরা শুভসংঘ সবসময় শিক্ষামূলক ও মানবিক সেবায় পাশে থাকতে চায়।'
তিনি আরও বলেন, 'আমাদের লক্ষ্য শুধু বই দেওয়া নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতার চর্চাকে উৎসাহিত করা। দেশের সর্বত্র বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম চলমান। আমরা শুধুমাত্র ভোলায় নয়, প্রত্যন্ত অঞ্চলেও মাদ্রাসা, স্কুল ও অনগ্রসর শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছি। ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে।
বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. জিহাদ বলেন, 'শিক্ষা কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; নৈতিক ও ধর্মীয় জ্ঞান তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করে। বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে মাদ্রাসায় আজ যে বইগুলো দেওয়া হয়েছে, তা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।'
মাদ্রাসার শিক্ষার্থী মো. ইয়ামিন বলেন, 'নিয়মিত পড়াশোনার পাশাপাশি এসব বই আমাদের ইসলামি জ্ঞান আরও সমৃদ্ধ করতে সহায়তা করবে।'
শান্ত, পরিমার্জিত পরিবেশে অনুষ্ঠিত বসুন্ধরা শুভসংঘের বই উপহার প্রদান কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে বেশ উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
বিডি-প্রতিদিন/তানিয়া