জয়পুরহাটের আক্কেলপুরে পাখিদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে গাছের ডালে ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছে মাটির হাঁড়ি। মঙ্গলবার বসুন্ধরা শুভসংঘের আক্কেলপুর উপজেলা শাখা সরকারি মুজিবর রহমান আক্কেলপুরী কলেজ ক্যাম্পাসে এ কার্যক্রম সম্পন্ন করে।
এ কার্যক্রমে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ আক্কেলপুর উপজেলা শাখার সভাপতি মওদুদ আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাদমান হাফিজ শুভ, কলেজের শিক্ষক আব্দুল মতিন মোল্লা, রমজান আলী, ফারুক হোসেন ও শাজাহান আলীসহ বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
শুভসংঘের নেতৃবৃন্দ জানান, শীত মৌসুমে নিরাপদ আবাসের অভাবে অনেক পাখি বিপাকে পড়ে। বিশেষ করে শহরাঞ্চলে বাসস্থান কমে যাওয়ায় পাখিদের বাঁচতে সমস্যা হয়। তাই পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে গাছে মাটির হাঁড়ি স্থাপন করা হয়েছে।
সাধারণ সম্পাদক শাদমান হাফিজ শুভ বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় শুভসংঘ সবসময় ইতিবাচক ভূমিকা রাখতে চায়। পাখিদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করা আমাদের মানবিক ও পরিবেশ সচেতনতার অংশ। পাখিদের নিরাপদে রাখতে আমাদের এ প্রচেষ্টা।
শিক্ষক-শিক্ষার্থীরা শুভসংঘের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় পাখির ভূমিকা অনস্বীকার্য। তাদের টিকে থাকতে সহায়তা করা আমাদের দায়িত্ব।
এসময় বসুন্ধরা শুভসংঘের সদস্যরা ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/এমই