নীলফামারীর সৈয়দপুরে বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার উদ্যোগে জনপ্রিয় কথাসাহিত্যিক ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন রচিত বিখ্যাত উপন্যাস 'নূরজাহান' নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুরে মননবাড়ি বসুন্ধরা শুভসংঘ পাঠাগার প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মো. নাছিম রেজা শাহ্। স্বাগত বক্তব্য দেন শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম।
পাঠচক্রে ইমদাদুল হক মিলনের জনপ্রিয় উপন্যাস ‘নূরজাহান’-এর গল্পগঠন, চরিত্র বিশ্লেষণ, সমাজবাস্তবতা ও মানবিক বার্তা নিয়ে আলোচনা করেন মো. নাছিম রেজা শাহ্ ও উপদেষ্টা তোফাজ্জল হোসেন লুতু। তারা উপন্যাসে নারীর শক্তি, সংগ্রাম, সমাজ-সংসারের টানাপোড়েন ও লেখকের অনন্য বর্ণনা শৈলী নিয়ে বিস্তারিত মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি মতিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, সোহাগ রানা দিপু, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, সদস্য আমির খান, আব্দুল্লাহ আল মামুন, মো. মাসুদ পারভেজসহ অন্য সদস্যরা।
এছাড়া কিসামত কামারপুকুর কলিমিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. হায়দার আলী, কোরআনিপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকীসহ মননবাড়ি বসুন্ধরা শুভসংঘ পাঠাগারের অর্ধশতাধিক পাঠক পাঠচক্রে অংশ নেন।
বক্তারা বলেন, "‘নূরজাহান’ উপন্যাস শুধু একটি সাহিত্যকর্ম নয়; এটি নারীর সংগ্রাম, মানবিক মূল্যবোধ ও সমাজবাস্তবতার এক শক্তিশালী দলিল। এমন পাঠচক্র তরুণদের সাহিত্যচর্চায় আরও অনুপ্রাণিত করবে।"
বিডি-প্রতিদিন/এমই