আমার এক ছোট ভাই বললো, দিন কীভাবে বদলে যায়! সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এমনকি খাবারের উদ্দেশ্যও চেঞ্জ হয়ে গেছে। আমি বললাম, সহমত ব্রো। ছোটভাই বললো, ধুম করে ‘সহমত’ হয়ে যাইয়েন না তো! বিষয়টা আগে ভালোভাবে বোঝেন। আগে আমরা খাওয়াদাওয়া করতাম কোন উদ্দেশ্যে? ক্ষুধা নিবারণের উদ্দেশ্যে। কিন্তু এখন উদ্দেশ্য চেঞ্জ হয়ে গেছে। এখন মানুষ খায় ভাইরাল হওয়ার উদ্দেশ্যে। আমি বললাম, যদিও বিষয়টা সম্পর্কে আমি ততটা অবগত না, তবু সহমত ব্রো। তবে অবগত হতে চাই। একটু যদি ভেঙে বলতি আরকি। ছোটভাই বললো, আজকাল সাধারণ কোনো খাবারকেও মানুষ অসাধারণ আর ভাইরাল করে তুলছে অতিরিক্ত আগ্রহ দেখাতে গিয়ে এবং ছবি, সেলফি ইত্যাদি তুলতে গিয়ে। আমি বললাম, এই যেমন হাঁসের মাংস। ছোট ভাই এবার ধমক দিয়ে বললো, এখানে হাঁসের মাংসের কথা আসছে কেন? আমি বললাম, ভুল হয়ে গেছে। আর হাঁসের মাংসের কথা আসবে না। প্রয়োজনে গরুর মাংসের কথা আসবে দামটা একটু কমুক। ছোট ভাই বললো, এই যে মানুষ যে কোনো খাবারকে ভাইরাল বানিয়ে দিচ্ছে শুধু ছবি তুলে, এতে কিন্তু ডায়রিয়ার প্রকোপ বেড়ে যেতে পারে। এবার ধমক দেওয়ার পালা আমার। মারলাম ধমক। আর বললাম, খাবারের ছবি তুললে ডায়রিয়ার প্রকোপ বাড়ার আশঙ্কা দেখা দেয়, এই ফালতু কথা কোথায় পেলি? ছোটভাই বললো, ফালতু কথা না ভাই। মনে করেন একটা খাবার সামনে দেওয়া হলো। আপনার কাজ কী? খেয়ে ফেলবেন। কিন্তু সেটা তখন না খেয়ে যদি বিশটা ত্রিশটা ছবি তোলেন, হরেক পদের পোজ দেন, ততক্ষণে সেই খাবারে মাছি বসবে না? রাস্তার পাশের ধুলোবালি উড়ে এসে পড়বে না? এরপর যখন সেই খাবারটা আপনার পেটে যাবে, তখন যদি ডায়রিয়া দেখা দেয়, খুব কি অন্যায় হয়ে যাবে? ছোট ভাইয়ের যুক্তিটা আমার পছন্দ হলো। এই জন্য একটা ‘সহমত ব্রো’ মেরে দিলাম। তারপর বললাম, সবকিছুরই একটা পজিটিভ দিক আছে। আমি ভাবলাম আমার কথা শুনে ছোট ভাই বুঝি ‘সহমত ব্রো’ বলবে। কিন্তু সে বললো না। বরং ক্ষোভ ঝাড়া শুরু করলো, আমি বুঝি না মানুষের এত ভাইরাল হওয়ার শখ কেন। আগে ভাইরাল হতে চাইতো একা। আর এখন খাবারসহ। তাও যদি খুব আনকমন কোনো খাবার নিয়ে ভাইরাল হতে চাইতো, মনটাকে বুঝ দিতে পারতাম। বিশ্বাস করবেন না, ওইদিন দেখলাম একজন চানাচুর নিয়ে ভাইরাল হতে চাইছে। আর এই কাজ করতে গিয়ে সে করলো কি, চানাচুরওয়ালার যে পোশাক, সেটা পরলো। চানাচুরওয়ালার যে লম্বা টুপি, সেটা পরলো। তারপর তোলা শুরু করলো ছবি। এখন আপনিই বলেন, ভাইরাল হওয়ার জন্য এত কষ্ট করার দরকার আছে? আমি বললাম, আমি কিন্তু ভালো একটা আইডিয়া পেয়ে গেছি। এই যে চানাচুরওয়ালার পোশাক পরে ভাইরাল হওয়ার কথা বললি না? শীতকাল কিন্তু সমাগত। ছোটভাই বললো, বুঝতে পেরেছি, আপনি শীতকালীন ফুলকপি হাতে নিয়ে ভাইরাল হতে চাচ্ছেন। আমি বললাম, আরে না রে। আমি ভাইরাল হতে চাচ্ছি চানাচুরের সমপর্যায়ের একটা খাবার দিয়ে। যেটা শীতকালীন। কী জানিস? চিতই পিঠা। চিতই পিঠা নিয়ে প্রচুর ছবি দিলে ভাইরাল হতে পারবো না? ছোটভাই বললো, তা পারবেন। তবে চিতই পিঠা নিয়ে বেশি ছবি তুলতে গেলে ততক্ষণে কিন্তু ভর্তা শেষ হয়ে যাবে। প্রতিযোগিতার বাজার। বোঝেনই তো। আস্তে করে বললাম, সহমত ব্রো।
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা