পরিবেশ সচেতনতা বাড়ানো এবং জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বাগেরহাটের কচুয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন বসুন্ধরা শুভসংঘের কচুয়া উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ অভিযান চালানো হয়।
অভিযানে অংশ নেন সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা। এ সময় তারা হাসপাতাল চত্বর, প্রধান ফটক এলাকা, জরুরি বহির্বিভাগের সামনে এবং আশপাশের সড়কগুলো ঝাড়ু দেওয়া, ময়লা-আবর্জনা সরানো ও জমে থাকা নোংরা জায়গা পরিষ্কার করেন।
শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, তারা সাধারণ মানুষকে পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব সম্পর্কেও সচেতন করেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মনিশংকর পাইক। তিনি সংগঠনের স্বেচ্ছাসেবীদের এ ধরনের সামাজিক উদ্যোগকে সমর্থন জানান এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
ডা. মনিশংকর পাইক বলেন, একটি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশই সুস্থ সমাজ নির্মাণের প্রথম শর্ত। বসুন্ধরা শুভসংঘের সদস্যরা যেভাবে আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা আশা করি তাদের মাধ্যমে সমাজের আরও তরুণ-তরুণীরা পরিবেশ রক্ষায় এগিয়ে আসবে। কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাদের জন্য ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘের কচুয়া উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি চয়ন দেবনাথ, সহ-সভাপতি আরাবী হুসাইন, সাধারণ সম্পাদক সৌরভ চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম ও মোসা. নাইমা আক্তার, সাংগঠনিক সম্পাদক মো. মিথুন খান মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক জয়া রায়, প্রচার সম্পাদক সুমাইয়া মীম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক দিব্য মৃধা, স্বাস্থ্য ও মানবসম্পদ সম্পাদক দিশা বৈদ্য, কার্যকরী সদস্য সপ্না কুন্ডু, আঁখি মণ্ডলসহ সংগঠনের আরও অনেকে।
বসুন্ধরা শুভসংঘের নেতৃবৃন্দ জানান, শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান নয়, সমাজ উন্নয়ন, পরিবেশ রক্ষা, শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও মানবিক সেবায় তারা নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে চান।
বিডি-প্রতিদিন/তানিয়া