কুষ্টিয়ায় বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ দিয়েছে সংগঠনের সদস্যরা।সোমবার (১ নভেম্বর) শহরের বসুন্ধরা শুভসংঘ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পেন্সিল ও পেন্সিল বক্স দেওয়া হয়েছে।
বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগকে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা স্বাগত জানিয়েছেন। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দে আত্বহারা হয়ে পড়েন।
এসময় কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক,বসুন্ধরা শুভসংঘ বিদ্যালয়ের শাকিল প্রামানিক ও অপর্ণন মাহামুদ, বসুন্ধরা শুভবংঘ কুষ্টিয়ার (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক প্রিয়তা আখতার ও শিশু শিক্ষার্থীদের অবিভাবকরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং নিজ নিজ অবস্থান থেকে বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে এই বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। আগামীতেও এধরনের শুভকাজে সবার পাশে থাকব ইনশাআল্লাহ।
বিডি প্রতিদিন/কামাল