বসুন্ধরা শুভসংঘ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার উদ্যোগে উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার নতুন সামাজিক বিজ্ঞান ভবনের চতুর্থ তলায় সমাজকর্ম বিভাগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন, বসুন্ধরা শুভসংঘ শাবিপ্রবি শাখার সভাপতি মো. মোফাজ্জল হক এবং সহ-সভাপতি শিপ্রা রানী নাথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সেমিনারে উদ্ভাবনী প্রজেক্ট দলের সদস্য রসায়ন বিভাগের হাবিবুর রহমান, ফারিহা সানজিদা এবং নৃবিজ্ঞান বিভাগের নাজমুস সাকিব তাদের উদ্ভাবিত সোলার-চালিত সাশ্রয়ী পানিশোধন ফিল্টার ‘হাইড্রোহোপ’-এর ধারণা, নির্মাণ প্রক্রিয়া, বাস্তবায়ন এবং ভবিষ্যৎ বাণিজ্যিকীকরণ সম্ভাবনা নিয়ে বিস্তৃত আলোচনা উপস্থাপন করেন।
দলের সদস্যরা জানান, ‘হাইড্রোহোপ’ এমনভাবে উদ্ভাবন করা হয়েছে যা সরাসরি সূর্যের আলো ব্যবহার করে লবণাক্ত পানিকে বিশুদ্ধ মিঠা পানিতে রূপান্তর করতে সক্ষম। এ প্রযুক্তিতে কোনো বিদ্যুৎ বা রাসায়নিক উপাদানের প্রয়োজন নেই। সহজলভ্য উপকরণ দিয়েই নির্মিত এই যন্ত্রটি বিশেষভাবে তৈরি করা হয়েছে উপকূলীয় অঞ্চল, স্কুল, ক্লিনিক ও দুর্যোগপ্রবণ এলাকায় নিরাপদ পানির সংকটে থাকা মানুষের জন্য।
সম্প্রতি এই প্রজেক্টটি শাবিপ্রবির ইনোভেশন হাব কোহোর্টে প্রথম স্থান অর্জন করেছে এবং সর্বোচ্চ ৪৫ হাজার টাকা প্রি-সিড ফান্ড পেয়েছে। গবেষকরা জানান, ‘হাইড্রোহোপ’-এর বিশেষত্ব হলো—সাশ্রয়ী, সহজ, পরিবেশবান্ধব এবং সম্পূর্ণ অফ-গ্রিড সমাধান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মো. হোসাইন ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা রোকসানা আক্তার, শেখ সাদনাতুজ জামান রিচি, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান হিমন, সহসাংগঠনিক সম্পাদক মাহফুজ হোসেন সাগর, দপ্তর সম্পাদক মো. জাবির, প্রচার সম্পাদক আরাফাত আহমেদ আকাশ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক লাবণ্য রায়, স্বাস্থ্য ও মানবসম্পদ সম্পাদক পূজা রায়, ক্রীড়া সম্পাদক মো. গোলাম সারোয়ার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাফির মিয়া তাসিন, নারী ও শিশু সম্পাদক সৃষ্টি দাস, আপ্যায়ন সম্পাদক সাম্য দাস, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সাবেরা মাহমুদা তাসফিয়া এবং সমাজকল্যাণ সম্পাদক মো. শরীফ উদ্দিন।
এ ছাড়া কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিফাতুল কাফিয়া, ঋতু সাহা, মঞ্জুরুল ইসলাম, আল আমিন আহমেদ বাপ্পি, অংকিতা সাহা, ইমন মজুমদার, শারমিন আক্তার প্রমি, দেবেন্দ্রনাথ, আবু নোমান আলভি, মাহমুদা আক্তার, আফরাজুর রহমান, নাঈম আহমেদ, জুয়েল রানা, আশিকুর রহমান আশিক, মিটুন মোল্লা, মো. আসাদুল হক, সাব্বির হোসেন ও মনিরুল ইসলাম।
গবেষক দল বসুন্ধরা শুভসংঘের দেশব্যাপী নানামুখী মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমেরও প্রশংসা করেন এবং ভবিষ্যতে যৌথভাবে অধিক প্রযুক্তি-নির্ভর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/তানিয়া