প্রাথমিক বিদ্যালয়ের শেষ দিনে অশ্রুসিক্ত বিদায় মুহূর্তকে হাসিতে ভরিয়ে দিল বসুন্ধরা শুভসংঘ। রবিবার সকালে মেহেরপুর সদরের বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ১৮ শিক্ষার্থীর হাতে পরীক্ষা সহায়ক শিক্ষা উপকরণ তুলে দেয় সংগঠনটি।
এ সময় শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস ও আনন্দ। খাতা, কলম, হার্ডবোর্ড, স্কেল, ফাইল ও জ্যামিতি বক্সসহ প্রয়োজনীয় উপকরণ পেয়ে তারা আরও চাঙ্গা হয়ে ওঠে আগামীকালের প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রস্তুতিতে।
বসুন্ধরা শুভসংঘ মেহেরপুর জেলা শাখার সভাপতি এস এম রফিকুল আলম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠ জেলা প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্টা ইয়াদুল মোমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফৌজিয়া আফরোজ তুলি এবং সহকারী শিক্ষক শামিমা ইয়াসমিন সাথি।
কালের কণ্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আজ তোমাদের প্রাথমিক জীবনের শেষ দিন। বিদায় মানেই শেষ নয়—নতুন পথচলা, নতুন পরিবেশে এগিয়ে যাওয়ার প্রস্তুতি। এই আনন্দ-বেদনার মুহূর্তে শুভসংঘের ক্ষুদ্র এই উপহার হয়তো তোমাদের মুখে একটু হাসি ফোটাবে।
তিনি আরও বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ শুধু শিক্ষা উপকরণই নয়— সারা দেশে বিভিন্ন মানবিক উদ্যোগ নিয়ে কাজ করছে। মেহেরপুরে শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ, দোকান করে দিয়ে স্বাবলম্বী করা, এমনকি একাধিক শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদানের মতো কাজও আমরা করে যাচ্ছি নীরবে নিভৃতে।’
সভাপতির বক্তব্যে এস এম রফিকুল আলম বকুল বলেন, ‘আমাদের উপহারে লেখা আছে—‘শুভ কাজে সবার পাশে’। আমরা ভালো কাজকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। উপহার যত ছোটই হোক, সবাই যদি ভালো কাজে হাত বাড়িয়ে দেয়, তবে ছোট উপহারও বড় পরিবর্তন আনতে পারে।'
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফৌজিয়া আফরোজ তুলি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শুভসংঘের এই উপহার তোমাদের পরীক্ষায় কাজে দেবে। পাশাপাশি সমাজে বিদ্যমান মাদক, বাল্যবিবাহ ও অসহিষ্ণুতার বিরুদ্ধে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরাও বড় হয়ে সহনশীল ও সহযোগিতামূলক নাগরিক হবে—এই প্রত্যাশা করি।’
বসুন্ধরা শুভসংঘ মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাফিউল ইসলামের সঞ্চালনায় এ সময় সাংগঠনিক সম্পাদক মো. অনিক হাসান, স্বাস্থ্য ও মানবসম্পদ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, কার্যকরী সদস্য লামইয়া, আলিফ খান , লিখন আলী, মো. মনিব, আলিফ হাসান, নাসিম রানা, জুনাইদ ইকবাল, সাকিব হাসান রুদ্র, ইয়াছির ইউসুফ ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/তানিয়া