শীতের আগাম ঠাণ্ডায় দুর্দশাগ্রস্ত পথশিশু ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বসুন্ধরা শুভসংঘ রূপগঞ্জ থানা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রূপগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে পথশিশুদের হাতে শীতের পোশাক তুলে দেন সংগঠনের নেতাকর্মীরা।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের দিকনির্দেশনায় কর্মসূচিটি পরিচালিত হয়। রূপগঞ্জ থানা শাখার সভাপতি মো. আহসানুল হক ও সাধারণ সম্পাদক রিমন রহমানের নেতৃত্বে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইয়াছির, আসিফ, আরশাদুল, আপনসহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা। শীতবস্ত্র পেয়ে পথশিশুরা আনন্দিত হয় এবং তাদের মুখে হাসি ফুটে ওঠে।
বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা জানান, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের উন্নয়ন, কল্যাণ ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। তারা বলেন, ‘শীতের কঠিন সময়টাতে একটি উষ্ণ কাপড় কোন কোন মানুষের জন্য আরাম ও নিরাপত্তা বয়ে আনে। সামান্য সহযোগিতাও অসহায় মানুষের জীবনে বড় স্বস্তি দিতে পারে।’
তারা আরও বলেন, মানুষের প্রতি সহমর্মিতা ও মানবিক আচরণ ছড়িয়ে দিতে এই ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে। তাদের বিশ্বাস—সময় এখন মানবিকতার এবং সবাই মিলে কাজ করলে সমাজ আরো সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে।
বিডি-প্রতিদিন/তানিয়া