ভূমিকম্পে ঝুঁকি কমাতে করণীয় ঠিক করতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পাশে ফুটবল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সভায় ভূমিকম্পের সময় আতঙ্ক এড়িয়ে করণীয়, পূর্ব-প্রস্তুতি, পরবর্তী পরিস্থিতি মোকাবিলা, নিরাপদ আশ্রয় গ্রহণ এবং ব্যক্তিগত সচেতনতার নানা দিক তুলে ধরেন সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন। তিনি বলেন, ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব না হলেও সচেতনতা ও প্রস্তুতি থাকলে ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো যায়।
সভায় শিক্ষার্থীরা ভূমিকম্প সহনীয় স্থাপনা নির্মাণের প্রয়োজনীয়তা, মানুষকে সচেতন করার উপায় এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের কৌশল নিয়ে মতামত প্রদান করেন।
পরে শুভসংঘের সদস্যরা ক্যাম্পাসের খেলার মাঠ, ডায়না চত্বর, জিয়া মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এসময় তারা সচেতনতার বার্তা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের মাঝে নিরাপত্তা বার্তা ছড়িয়ে দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেনসহ শুভসংঘের সদস্য, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সংগঠনের বন্ধুরা অংশ নেন।
সভায় অংশ নেওয়া আল-ফিকহ অ্যান্ড ল ডিপার্টমেন্টের শিক্ষার্থী ইরফান উল্লাহ বলেন, ‘ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। এটি ঠেকানো সম্ভব না হলেও, কীভাবে নিরাপদ থাকা যায় তা আলোচনার মাধ্যমে শিখতে পেরেছি। শুভসংঘের উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী।
বসুন্ধরা শুভসংঘ ইবি শাখার সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ বলেন, সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক কাজ করছে। সেই আতঙ্ক দূর করে সচেতনতা বাড়াতেই আমাদের এই আয়োজন। ভূমিকম্প নিয়ে আতঙ্ক নয়, আসুন সচেতন হই—এটাই শুভসংঘের মূল বার্তা।
বিডি প্রতিদিন/কামাল