আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ শাখার উদ্যোগে ব্যতিক্রমধর্মী 'জকসু ফটো কনটেস্ট' প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। আগামী রবিবার (১৬ নভেম্বর) শুরু হওয়া এই প্রতিযোগিতা জকসুর ফলাফল ঘোষণা পর্যন্ত চলবে।
আয়োজকরা জানায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের নির্বাচনী আমেজ, প্রচারণা, জনসংযোগসহ জকসু নির্বাচনকে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলবেন শিক্ষার্থীরা। এ প্রতিযোগিতায় পুরস্কার পাবেন ১০ জন শিক্ষার্থী। অংশগ্রহণকারীকে অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে। ছবি shuvosangho.jnu@gmail.com এই ই-মেইলে পাঠাতে হবে।
জানতে চাইলে জবি শাখা বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. জুনায়েত শেখ বলেন, জকসু নির্বাচন ছিল জবিয়ানদের প্রাণের দাবি। আমরা চাই এটি উৎসব মুখর হোক। ফলে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। আমরা চাই, শিক্ষার্থীরা প্রতিযোগিতা করে নিজেদের দক্ষ ফটোগ্রাফার হিসেবে তৈরি করুক।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে যেসব নিয়ম অনুসরণ করতে হবে_
১। ফ্রি রেজিস্ট্রেশন
২। সর্বোচ্চ ৩টি ছবি এবং ১ বারই দেওয়া যাবে।
৩। ছবির সাথে মেইলে পূর্ণ নাম, বিভাগ, শিক্ষাবর্ষ, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন
নিজের মোবাইলে ধারণকৃত মূল ছবি ফাইল করে মেইলে দিতে হবে।
৪। ছবিতে ওয়াটারমার্ক, স্বাক্ষর, লোগো গ্রহণযোগ্য নয়।
৫। প্রতিটি ছবির নাম পরিবর্তন করে নিম্নোক্তভাবে দিতে হবে– ক্রমিক নম্বর_অংশগ্রহণকারীর নাম_বিভাগ_ব্যাচ_ক্যাপশন_হোয়াটসঅ্যাপ নম্বর_ইমেইল ঠিকানা
নমুনাস্বরুপ 01_Tanvir_HisDept_17_Birds_017XXXXXXXX_ tanvir12@gmail.com
৬। ছবির গুণগত মান ও লাইক কমেন্ট এর ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হবে।
৭। আয়োজক ও বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
বিডি প্রতিদিন/কামাল