দীর্ঘদিন অনাবাদি পড়ে থাকা নদীর অংশকে কাজে লাগিয়ে চমকে দিয়েছেন কৃষক মোস্তাকিম ইসলাম। বাঁশের মাচায় বেড তৈরি করে নানা ধরনের শাকসবজি চাষ করেছেন। অল্প পুঁজিতে শুরু করা এ উদ্যোগ তাকে আর্থিকভাবে লাভবান করছে। দিনাজপুরের খানসামার ছাতিয়ানগড় ইউপির ঝাপুপাড়া এলাকায় ইছামতী নদীর প্রায় ৫ শতক জায়গায় ভাসমান সবজি চাষ করেছেন। সম্প্রতি সরেজমিন দেখা যায়, মোস্তাকিম তার লাউ খেত পরিচর্যায় ব্যস্ত। নদীর ধারে বাঁশের মাচা ও টবে মাটি দিয়ে তিনি লাউসহ বিভিন্ন সবজি চাষ করছেন। মোস্তাকিম ইসলাম বলেন, ‘নদীর এই ফাঁকা জায়গাটাকে কাজে লাগানোর চিন্তা থেকেই পরীক্ষামূলকভাবে চাষাবাদ শুরু করি। এখন পরিবারের চাহিদা মেটানোর পর বাজারে বিক্রি করতে পারছি। এতে ভালোই আয় হচ্ছে।’ ১ হাজার টাকা ব্যয় করে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকার লাউ বিক্রি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মমিনুল বিন আমিন বলেন, ‘কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে বীজ ও সার প্রদান করা হয়েছে। তাকে নিয়মিত প্রযুক্তিগত পরামর্শ প্রদান করা হচ্ছে। তার এই উদ্যোগ দেখে এলাকার অন্যরাও ভাসমান সবজি চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।’ খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, ‘অনাবাদি ও পরিত্যক্ত জমি আবাদে উৎসাহ দিতে আমরা নিয়মিত কৃষকদের সহায়তা করছি। ভাসমান কৃষি এ অঞ্চলে নতুন সম্ভাবনা তৈরি করেছে। প্রযুক্তিগত দিকনির্দেশনা ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে আমাদের নিয়মিত সহযোগিতা অব্যাহত থাকবে।’