পোশাকে আভিজাত্য ও রুচিশীলতার বহিঃপ্রকাশ ঘটায় জামদানি শাড়ি। সময়ের বিবর্তন ও নানা সংকটে সেই জামদানি শাড়ি এখন খুব বেশি তৈরি হয় না। এই ঐতিহ্য টিকিয়ে রাখতে কাজ করছেন ফরিদপুরের আলফাডাঙ্গার যুবক মোস্তাফিজুর। তার বাড়ি টগরবন্দ ইউনিয়নের পানাইল গ্রামে। এখানে তাঁত বসিয়ে তৈরি করছেন জামদানি শাড়ি। তার তৈরি জামদানি শাড়ির কদর রয়েছে সর্বত্র। ক্রেতারা তার বাড়িতে এসে এ শাড়িগুলো কিনে নিয়ে যান। কখনো তার কাছে আগাম অর্ডারও দেওয়া হয়। মোস্তাফিজুর রহমান জানান, ২০২১ সালে বাড়িতে একটি তাঁত বসিয়ে নিজেই শাড়ি তৈরির কাজ করতেন। তার স্ত্রী তাকে সহায়তা করেন। জামদানি শাড়ির চাহিদা থাকায় নিজ উগ্যোগে এখন তার তাঁতের সংখ্যা ছয়টি। কারিগর রয়েছের ১২ জন। মাসে প্রায় ২২ থেকে ২৫টি শাড়ি তৈরি করতে পারেন। আলফাডাঙ্গার প্রত্যন্ত গ্রামে বসে বাংলাদেশের প্রথম জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া ‘জামদানি শাড়ি’ তৈরিতে তাক লাগিয়ে দিয়েছেন মোস্তাফিজুর। তাঁতে বোনা শাড়ির বুনন, ডিজাইন, ভালো মানের সুতা ব্যবহারসহ সঠিক উপকরণ ব্যবহার করায় তার তৈরি শাড়ি ‘জামদানি মডেল’ হিসেবে পরিচিতি পেয়েছে। জানা যায়, দরিদ্রতার কারণে খুব বেশিদূর পড়াশোনা করতে পারেননি মোস্তাফিজুর। জীবিকার সন্ধানে শৈশবেই ছুটে যান ঢাকায়। ২০০৭ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামদানিপল্লিতে কাজ শেখেন। সেই তাঁত পল্লিতে কাটিয়ে দেন ১৪ বছর। ২০২১ সালে ফিরে আসেন নিজ গ্রাম পানাইলে। এখানেই একটি তাঁত দিয়ে যাত্রা শুরু তার। মোস্তাফিজুর বলেন, ‘৫ লাখ টাকা বিনিয়োগ করেছি। একটি শাড়ি বুনতে কয়েক হাজার রেশমি সুতা লাগে। এসব আমি রাজশাহী থেকে কিনে আনি। নানা উপকরণ কিনতেও ব্যয় হয় অনেক টাকা। একটি শাড়ি বুননে যা ব্যয় হয়, তা বিক্রি করে কোনো রকমে টিকে আছি। প্রতি মাসে সবকিছু বাদ দিয়ে ৫০/৬০ হাজার টাকা লাভ থাকে।’ মোস্তাফিজুরের কারখানায় কাজ করা কারিগররা জানান, জামদানি শাড়ি তৈরিতে একসঙ্গে দুজন কারিগর লাগে। কারিগররা প্রতিটি সুতা হাত দিয়ে ঘুরিয়ে এ শাড়ি বুনন করেন। দুজন কারিগর প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা শ্রম দিলে নকশাভেদে একটি শাড়ি তৈরি করতে তিন থেকে ১০ দিন এমনকি শাড়ির প্রকারভেদে চার মাস পর্যন্ত সময় লাগতে পারে। সুতার মান ও কারুকাজ বিবেচনায় একটি শাড়ির দাম ৩ হাজার থেকে ১ লাখ টাকা বা তারও বেশি হতে পারে। মোস্তাফিজুরের কারখানায় হাফ সিল্ক জামদানিই বেশি বুনন হয়। এ শাড়ির বৈশিষ্ট্য হলো, আড়াআড়ি সুতাগুলো রেশমের ও লম্বালম্বি সুতাগুলো তুলার। এ ছাড়া রেশম সুতার ‘ফুল সিল্ক জামদানি’ এবং তুলার সুতার ‘ফুল কটন জামদানি’ তৈরি হয়। শাড়িগুলো বুননের পর ঢাকায় বিসিক বিক্রয় কেন্দ্র, তাঁত পল্লি ছাড়াও বিভিন্ন জামদানি মার্কেটে বিক্রি হয়। মোস্তাফিজুর রহমানের স্ত্রী লিপি সুলতানা বলেন, ‘কয়েক বছর আগে আমার স্বামীর কাছ থেকে এই কাজ শিখেছি। এখন আমিও কাজ করি।’ মোস্তাফিজুর রহমান বলেন, ‘জামদানি শিল্পকে টিকিয়ে রাখতে হলে উদ্যোক্তাদের সরকারি সহায়তা দরকার। সরকারি সহায়তা পেলে আমি আরও কয়েকটি তাঁত বসাতে পারব। সেটি হলে স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোস্তাফিজুরকে সব রকমের সহায়তা দেওয়া হবে।
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা