নিজের পরিশ্রম ও কর্মদক্ষতা কাজে লাগিয়ে পোনা মাছ চাষে সাফল্য পেয়েছেন সিলেটের বিশ্বনাথের উদ্যোক্তা দিলদার খান। পোনা চাষে প্রতি মাসে তিনি আয় করছেন লাখ টাকারও বেশি। স্থানীয় মৎস্য চাষে তার খামারে উৎপাদিত পোনা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পাশাপাশি জেলার বিভিন্ন অঞ্চলে চাষিদের মাছের পোনার চাহিদা মেটাচ্ছেন তিনি। তিনি এ বছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষির পুরস্কার পেয়েছেন। তার পোনা চাষের খামারটি রয়েছে বিশ্বনাথ পৌরসভার শ্রীধরপুর গ্রামে। নাম ‘দিগন্ত এগ্রো ফার্ম’। ফার্মে গিয়ে দেখা যায়, বসতবাড়ির চারপাশে বিশাল এলাকাজুড়ে রয়েছে ছোট-বড় একাধিক পুকুর। সব পুকুরেই রয়েছে নানা প্রজাতির মাছের পোনা। কয়েকটিতে আছে কার্প জাতীয় বড় মাছ। বাড়ির অঙিনা ও পুকুরপাড়ে চোখে পড়ে কলা, শসা ও আদা চাষের চিত্র। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পৃথক পুকুরে জাল টেনে পোনা মাছের বিভিন্ন দিক পর্যালোচনা করছিলেন খামারি। তিনি জানান, বিদেশ যাওয়ার সুযোগ উপেক্ষা করে ২০০১ সাল থেকে মৎস্য চাষ শুরু করেন তিনি। শুরুতে ১০ একর জমিতে বড় মাছ চাষ করেছিলেন। ২০০৫ সাল থেকে মনোযোগ দেন পোনা চাষে। বর্তমানে তার এ খামার বিস্তৃত হয়েছে ৩৫ একরজুড়ে। যেখানে ছোট-বড় ১০টি পুকুরে দেশীয় প্রজাতির কেট ফিস, পাবদা, গুলসা ও পাঙাশের পোনা চাষ করা হয়। এসব পোনা বিক্রি করা হয় সারা বছর। সিলেটের শ্রীমঙ্গল ও ময়মনসিংহের ত্রিশাল থেকে সংগ্রহ করেন রেণু। রেণু থেকে ২০ দিনেই বিশেষ যত্নে লালন-পালনে তৈরি হয় বিক্রিযোগ্য পোনা। পাশাপাশি কার্প জাতীয় বড় মাছ চাষসহ আবাদ করছেন কলা, আদা, শসা ও বোরো ধানও। দিলদার খান বলেন, ‘সঠিক ব্যবস্থাপনা জানা থাকলে বন্যা ব্যতীত মাছ চাষে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। আগামীতে সরাসরি ভোক্তার দোরগোড়ায় উৎপাদিত সতেজ মাছ ও সবজি পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছি।’ উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর বলেন, ‘মাছ চাষে মাছের পোনা একটি গুরুত্বপূর্ণ অংশ। মাছের গুণগত মানসম্মত পোনা উৎপাদনের ক্ষেত্রে দিলদার খানের ভূমিকা প্রশংসনীয়। তার মতো মাছের পোনা উৎপাদনকারীরা দেশের মাছ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা