চাকরি ছেড়ে ফিতা-রশির কারখানা দিয়ে ভাগ্যবদলের স্বপ্ন দেখছেন আবদুল আজিম মোল্লা ও জুয়েল মোল্লা। তাঁরা দুজন চাচাতো ভাই। গ্রামের ছোট ঘরে গড়ে তুলেছেন আধুনিক রশি তৈরির কারখানা। দেশি প্রযুক্তির মেশিনে ১১ ধরনের ফিতা-রশি বা চায়না রশি তৈরি করছেন তাঁরা। এর মাধ্যমে নিজেদের ভাগ্যবদলের পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানও করতে চান তাঁরা। শুরুতেই নিজ জেলা চুয়াডাঙ্গাসহ আশপাশের চার জেলায় রশি সরবরাহ করছেন। উদ্যোক্তারা বলেন, টেকসই হওয়ায় দিনদিন ফিতা-রশির চাহিদা বাড়ছে। ট্রাক, ট্রলি বা ভ্যানে মালামাল পরিবহনের সময় এসব রশি ব্যবহার করা হয়। তা ছাড়া গ্রামাঞ্চলে গবাদি পশু পালনের জন্যও এ রশির অনেক চাহিদা রয়েছে। এ উদ্যোগে ভালো লাভের আশা করছেন তাঁরা। চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বোয়ালিয়া গ্রামে আবদুল আজিম মোল্লা বলেন, ডিপ্লোমা এবং বিএসসি শেষে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে ঢোকেন তিনি। একই সঙ্গে চাচাতো ভাই জুয়েল মোল্লাও চাকরি করতেন। একসময় দুজনে পরিকল্পনা করেন উৎপাদনমুখী উদ্যোক্তা হওয়ার। শুরু হয় খোঁজখবর নেওয়া। মাঝে মাঝে ইউটিউব দেখেও ধারণা নেন তাঁরা। একসময় সিদ্ধান্ত নেন ফিতা-রশির কারখানা দেবেন। তারপর চাকরি ছেড়ে ফিরে আসেন এলাকায়। আবদুল আজিম বলেন, তাঁদের উৎপাদিত রশি চুয়াডাঙ্গা ছাড়াও বিক্রি হচ্ছে মেহেরপুর, ঝিনাইদহ ও মাগুরা জেলায়। বর্তমানে তাঁদের প্রতিষ্ঠানে ১০ জনের কর্মসংস্থান হয়েছে। তাঁদের কারখানায় দৈনিক ১০০ থেকে ১২০ কেজি রশি উৎপাদন হচ্ছে। চুয়াডাঙ্গা বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক এ বি এম আনিসুজ্জামান বলেন, ‘ফিতা-রশি তৈরির এ উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।’
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা