দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নৈতিক মূল্যবোধ, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, ইভটিজিং শুধু অসামাজিক আচরণ নয়, এটি শিক্ষার্থী ও কিশোর-কিশোরীর নিরাপত্তা এবং মানসিক স্বাস্থ্যের জন্য বড় হুমকি। সমাজের প্রতিটি স্তরের মানুষকে একযোগে কাজ করে এই সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ সবাইকে সচেতন হতে হবে, সামাজিক নজরদারি বাড়াতে হবে এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ সম্পর্কে সবাইকে জানাতে হবে। এ ছাড়া ভুক্তভোগীদের নির্ভয়ে অভিযোগ জানাতে উৎসাহিত করা এবং অন্য কাউকে হয়রানির শিকার হতে দেখলে তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করার সামাজিক দায়িত্ব গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।
বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সভাপতি মো. ফজলে রাব্বি বলেন, তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালনা করতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও ইভটিজিং ও সামাজিক অপরাধ প্রতিরোধে স্কুল-কলেজ পর্যায়ে সেমিনার ও কর্মশালা চালানো হবে।
শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোয়েব বলেন, ইভটিজিং সমাজের জন্য একটি মারাত্মক সামাজিক ব্যাধি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ একযোগে কাজ করলে এই ধরনের অপরাধ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এ ছাড়া তরুণ সমাজকে নৈতিক শিক্ষা ও প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানোও গুরুত্বপূর্ণ।
আলোচনা সভায় সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোয়েব, যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক তামজিদ আহমেদ সামি, সহ সাংগঠনিক সম্পাদক মোনালিসা, নারী বিষয়ক সম্পাদক তানজিলা রহমান, ইভেন্ট সম্পাদক হাবিবা আক্তার জুই, আপ্যায়ন সম্পাদক জাফরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. সিয়াম, কার্যকরী সদস্য রামকৃষ্ণ দাসসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এমন সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/তানিয়া