কক্সবাজারের টেকনাফে মানবপাচার প্রতিরোধে সচেতনতা তৈরিতে প্রচারপত্র বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। শনিবার বিকেলে টেকনাফ পৌরশহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে এসব প্রচারপত্র বিতরণ করা হয়। সংগঠনটি জানায়, উপজেলা জুড়ে বিভিন্ন এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে মাসব্যাপী এই সচেতনতামূলক কার্যক্রম চলবে।
বসুন্ধরা শুভসংঘ টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম বিপ্লবের নেতৃত্বে প্রচারপত্র বিলিতে অংশ নেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক জাকারিয়া আলফাজ, সহ সভাপতি মো. হাসসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক ওমর হায়াত, ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান, ছাত্র প্রতিনিধি আব্দুর রহমান, শিক্ষক মো. তাহের, আবছার কামাল, সাংবাদিক নুরুল করিম রাসেল, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মাহমুদুল হক, সদস্য মোহাম্মদ জামালসহ অনেকে।
মানবপাচার বিরোধী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ বলেন, ‘টেকনাফে মানবপাচার একটি বড় সমস্যা। নৌপথে পাচারের কারণে মানুষ আতঙ্কে থাকে। সচেতনতা ছাড়া এ সমস্যা কমানো সম্ভব নয়। শুভসংঘের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
প্রচারপত্র বিলি প্রসঙ্গে সাধারণ সম্পাদক শাহ আলম বিপ্লব বলেন, ‘সাগরপথে অবৈধ ও ঝুঁকিপূর্ণ মানবপাচার রোধে জনগণকে সচেতন করা খুবই জরুরি। তাই আমরা মাসব্যাপী বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি, যা শিক্ষা প্রতিষ্ঠানেও বিস্তৃত হবে।’
বিডি-প্রতিদিন/তানিয়া