বর্তমান সময়ে তরুণ সমাজের মধ্যে মোবাইল, ট্যাবলেট ও কম্পিউটারসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইসের প্রতি আসক্তি বেড়ে চলেছে। সমাজের এ সমস্যা চিহ্নিত করে যুবকদের খেলাধুলায় উৎসাহিত করার উদ্দেশ্যে বসুন্ধরা শুভসংঘ দিনাজপুরের কাহারোল উপজেলা শাখার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
শুক্রবার সকালে উপজেলার কান্তনগর এস সি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
এ প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণকারীরা কেবল খেলার মাধ্যমে ফিটনেস বজায় রাখেননি, বরং দলগত সমন্বয়, নেতৃত্ব গুণাবলী ও সামাজিক বন্ধুত্বের বন্ধনও শক্তিশালী করেছেন।
বসুন্ধরা শুভসংঘ কাহারোল উপজেলা শাখার সভাপতি মাহফুজ ইসলাম বলেন, বর্তমান সমাজে প্রযুক্তি এবং ডিভাইসের প্রতি আসক্তি বেড়ে গেছে। যুবকদের সুস্থ, সক্রিয় এবং সৃজনশীল রাখার জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমরা আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে খেলাধুলার আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
মাঠে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কাহারোল উপজেলা শাখার সহসভাপতি মাহিম ইসলাম, সাধারণ সম্পাদক রিপন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ ইসলাম, পলাশ চন্দ্র রায়, সহ সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রায়, রিপু রায়, অর্থ সম্পাদক আমিনুল হক, প্রচার সম্পাদক রিফাত ইসলাম, ক্রীড়া সম্পাদক কল্যান রায়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ হোসেন, কার্যকরী সদস্য মনিররুজ্জামান হোসেন, শামীম ইসলাম, ইয়াসমিন আক্তার এবং বিষ্ণু রায় প্রমুখ।
তারা খেলোয়াড়দের উৎসাহিত করেছেন এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন।
মাঠে উপস্থিত খেলোয়াড় ও দর্শকরা জানান, খেলাধুলা শুধু শারীরিক শক্তি বৃদ্ধিই করে না, এটি মনোরঞ্জন এবং সামাজিক বন্ধুত্ব গড়ার অন্যতম মাধ্যম। এ ধরনের উদ্যোগ সমাজে ডিভাইস আসক্তি কমানো এবং তরুণদের সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করতে কার্যকর ভূমিকা রাখবে।
বসুন্ধরা শুভসংঘ কাহারোল উপজেলা শাখা আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে এ ধরনের আরও বিভিন্ন খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করে যুবসমাজকে প্রযুক্তির অতিরিক্ত নির্ভরতা থেকে মুক্ত রাখার পাশাপাশি স্বাস্থ্যকর ও সক্রিয় জীবনধারায় উদ্বুদ্ধ করা হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল