জয়া বার্লিন ও জ্যাকব দম্পতির সংগ্রামের গল্প এখন মুখে মুখে। অক্লান্ত পরিশ্রম করে তারা গড়ে তুলেছেন প্রশিক্ষণ কেন্দ্র। সেই প্রশিক্ষণ কেন্দ্রে এখন কাজ করছেন কয়েক শ নারী। শুধু নারীদের প্রশিক্ষণই নয়, তাদের জীবনমান উন্নত করতে দেওয়া হচ্ছে নানা সুবিধা। জয়া বার্লিনের ট্রেনিং সেন্টারে যারা কাজ করছেন তাদের অনেকেই মানব পাচারের হাত থেকে রক্ষা পেয়েছেন। কেউ নির্যাতনের শিকার হয়েছেন। আবার কেউ একেবারেই হতদরিদ্র। অনেকেই আছেন প্রতিবন্ধী। আছেন স্বামী পরিত্যক্তারাও। ধর্ষণের শিকার হওয়া নারীরাও ঠাঁই পেয়েছে জয়া-জ্যাকবের প্রশিক্ষণ কেন্দ্রে। হাতে তৈরি নকশিকাঁথা, ব্যাগ, হোম ডেকোরেশনের বিভিন্ন পণ্য, পাটের তৈরি হ্যান্ড ব্যাগ, টিস্যু বক্স কভার, পুতুল, হাতের কারুকাজ করা পাঞ্জাবিসহ নানা ধরনের পণ্য উৎপাদন হচ্ছে জয়া বার্লিন-জ্যাকবের প্রতিষ্ঠিত ‘বিজয় ক্রিয়েশন’ নামের প্রতিষ্ঠানে। আর এসব পণ্য দেশের গ-ি পেরিয়ে যাচ্ছে সুদূর আমেরিকায়। ২০১২ সালে জার্মান নাগরিক স্বামী জ্যাকবের হাত ধরে বাংলাদেশে আসেন আমেরিকায় জন্ম নেওয়া জয়া বার্লিন। এসেই এ দেশের মানুষের দুঃখ-দুর্দশা দেখে তার মন কেঁদে ওঠে। এখানে এসে নানা ধরনের সামাজিক কর্মকা-ে জড়িয়ে পড়েন। যারা মানসিকভাবে বিপর্যস্ত তাদের আর্ট-থেরাপি ও প্লে-থেরাপির মাধ্যমে সুস্থ করার কাজ করেন মানসিকভাবে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত এ দম্পতি। হতদরিদ্র নারীদের দুঃখ-দুর্দশা, পাচার হওয়া নারীদের কষ্ট, প্রতিবন্ধীদের নানা সমস্যা, গরিব ছেলেমেয়েদের পড়ালেখা করতে না পারার বিষয়টি জয়া বার্লিনকে বেশ নাড়া দেয়। তিনি পণ করেন এসব হতদরিদ্র, অসহায় মানুষদের জন্য কিছু করবেন। ফলে আমেরিকায় ফিরে যাওয়ার আশা ছেড়ে দেন। স্বামী, ছেলে-মেয়েদের নিয়ে বাংলাদেশে থেকে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। আর সেই ইচ্ছা থেকেই সরকারের অনুমতি নিয়ে ফরিদপুরে শুরু করেন তার কর্মকা-। জয়া বার্লিন জানান, আমেরিকায় তার যত সম্পত্তি ছিল সব কিছুই তিনি বিক্রি করে দিয়েছেন। তার সেই অর্থ দিয়ে গড়ে তোলা হয়েছে কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্র। এসব প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইতোমধ্যে দুই হাজারের বেশি নারী প্রশিক্ষণ নিয়ে নিজেরা স্বাবলম্বী হয়েছেন। তার এই প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমানে পাঁচ শতাধিক নারী প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ নেওয়া এসব নারী উৎপাদন করছে বিভিন্ন ধরনের পণ্য। আর এসব পণ্য বিক্রি করে যে আয় হচ্ছে তার একটি অংশ পাচ্ছে পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত নারীরা। এক ছেলে ও চার মেয়ে নিয়ে ফরিদপুর শহরের ঝিলটুলীতে ভাড়া বাসায় থাকছেন জয়া-জ্যাকব দম্পতি। এ দেশের মানুষের প্রতি তাদের দরদ রয়েছে বেশ। ফলে পাঁচ ছেলে-মেয়ের নামও রেখেছেন বাংলায়। ছেলের নাম আনন্দ, আর চার মেয়ের নাম হাসি, খুশি, সুখী ও মিষ্টি। জ্যাকব জানান, তারা এ দেশের হতদরিদ্র, অসহায় মানুষের জন্য কিছু করতে চান। এ দেশের হতদরিদ্র, অসহায়, নির্যাতিত মানুষ যাতে ভালোভাবে জীবন চালাতে পারে সে জন্যই নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, ফরিদপুর থেকে যে যাত্রা শুরু করেছি, সরকারের অনুমতি পেলে সারা দেশে অসহায় মানুষকে স্বাবলম্বী করতে তা ছড়িয়ে দেওয়া হবে। জয়া-জ্যাকবের প্রতিষ্ঠিত ‘বিজয় ক্রিয়েশন’ নামের প্রতিষ্ঠান থেকে উৎপাদিত হাতের কারুকাজ করা বিভিন্ন পণ্য যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির আশা করেছে প্রতিষ্ঠানটি। দেশের পাটজাত পণ্য বিশ্বের কাছে তুলে ধরতে কাজ করছে প্রতিষ্ঠানটি। ভিনদেশি জয়া-জ্যাকবের এ প্রচেষ্টা বেশ সাড়া ফেলেছে ফরিদপুরবাসীর মাঝে। এ দম্পতির কাজে সহযোগিতা করছেন স্থানীয়রা।
শিরোনাম
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
অসহায় নারীদের অর্থনৈতিক মুক্তির জন্য ভিনদেশি দম্পতির লড়াই
যুক্তরাষ্ট্রের বিলাসী জীবন ছেড়ে বাংলাদেশে এসে হতদরিদ্র মানুষের সেবায় কাজ করছেন জয়া বার্লিন ও জ্যাকব দম্পতি। কয়েক বছর ধরে নিজেদের উপার্জিত অর্থ দিয়ে গড়ে তুলেছেন কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্র। সেসব কেন্দ্রে এখন কাজ করছেন কয়েক শ নারী...
কামরুজ্জামান সোহেল, ফরিদপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর