বিশ্ব প্রতিবন্ধী দিবসে বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আলোচনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার বর্ধন কুঠি এলাকার অনুভব অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় চত্বরে এই কর্মসূচির আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা জেলা শাখা। বিদ্যালয়ের ১০৯ জন শিক্ষার্থীর মধ্যে ৫৫ জন এতে উপস্থিত ছিল।
জেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি হুমায়ুন আহমদ বিপ্লবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, শিক্ষক রেখা বেগম, রেহেনা বেগম, রায়হান ইলাম, কমল চৌধুরী, মিশু আহমেদ, অভিভাবক মোসলেমা বেগম, সাবিনা খাতুন, আঙ্গুর বেগম ও বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।
প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সুযোগ ও পরিচর্যা পেলে তারাও জীবনের মূলধারায় যুক্ত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে পারে। বিশ্ব প্রতিবন্ধী দিবসে বসুন্ধরা শুভসংঘের এই আয়োজনটি সময়োপযোগী। কারণ, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের ভাবনাটি সবার সামনে আনা এখন সময়ের দাবি।
অভিভাবক মোসলেমা বেগম বলেন, শুধু পরিবার নয়, রাষ্ট্রের দায়িত্ব এসব প্রতিবন্ধীদের জন্য সঠিক পরিকল্পনা প্রণয়ন। একজন মা হিসেবে আমি মনে করি, তাদের মানসিক ও শারীরিক ভারসাম্য রক্ষায় সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে।
পরে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা প্রতিবন্ধীদের সঙ্গে খেলাধুলায় মেতে ওঠেন। এ সময় বিশেষ প্রাথমিক শ্রেণির সোহান মিয়া (১৭) জানায়, তার খুব ভালো লাগছে আপু-ভাইয়ারা তাদের সঙ্গে খেলছে। ‘শুভসংঘ শুভসংঘ’ বলে উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থী মারুফা খাতুন (১৯), রিতু খাতুন (১২), প্রেমা দাস (১০), রাসেল প্রধান (১৯), হোসেন প্রধানসহ (৬) অন্যরা।
পুরো আয়োজন সমন্বয় করেন গাইবান্ধা জেলা বসুন্ধরা শুভসংঘের আহসানিয়া তাসনিম স্নিগ্ধা, অয়ন সুলতান, আহসান আজিম প্রধান নাইম, আহসানিয়া পারভেজ তালুকদার।
চকলেট বিতরণের মাধ্যমে শেষ হয় প্রাণবন্ত এই অনুষ্ঠান।
বিডি প্রতিদিন/কেএইচটি