শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। এ অবস্থায় সমাজের সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘের সরকারি আজিজুল হক কলেজ শাখা। তারা পুরোনো ও নতুন কাপড় সংগ্রহ করে বিনামূল্যে বিতরণের জন্য স্থাপন করেছে ‘মানবতার দেওয়াল’।
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ১ নম্বর গেট সংলগ্ন কামারগারী এলাকায় স্থাপিত এই দেওয়াল শীতবস্ত্রের অভাবে থাকা মানুষের জন্য উষ্ণতার নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে কাজ করছে।
মূল ধারণা হলো ‘আপনার যা অতিরিক্ত, তা অন্যের জন্য প্রয়োজনীয়’। সামর্থ্যবানরা তাদের অতিরিক্ত কাপড় এখানে রেখে যাচ্ছেন, আর যারা প্রয়োজন তাদের জন্য তা বিনামূল্যে উপলব্ধ।
বিজয়ের মাসের প্রথম দিন সোমবার ১ ডিসেম্বর, আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে চালু হয় এই মানবতার দেওয়াল। বর্তমানে এতে জ্যাকেট, সোয়েটার, প্যান্ট, শার্টসহ নানা শীতবস্ত্র রাখা হয়েছে, যা শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ উদ্যোগের প্রধান সমন্বয়কারী ও সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান বলেন, মানবতার দেওয়াল শুধু শীতবস্ত্র বিতরণ নয়, এটি মানুষের প্রতি মানুষের সহমর্মিতা বাড়ানোর একটি প্ল্যাটফর্ম। আমরা এটিকে নিয়মিত সচল রাখার চেষ্টা করব।
সাংগঠনিক সম্পাদক আবু সায়েম নিশাত যোগ করেন, আমাদের লক্ষ্য সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়া। এই দেওয়াল সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাশেদুল আহসান মুনির, সহ সাংগঠনিক সম্পাদক আবু তালহা, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক তারমিন, সহ সম্পাদক পূজা ও ইভেন্ট সম্পাদক মো. নূরনবী হোসেন উদ্যোগের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়া রোদেলা তাসনিম, সাদিয়া সাজিন, তানিশা তাছনিম, শান্তনা খাতুন, মোছাঃ রুমি আক্তার বৃষ্টি, ফারহানা জেসি, আ. ন. ম. আব্দুল্লাহ (তোহা), নূর মোহাম্মদ, কাজী নোমান, রওজাতুন শোভা, মিশরাত জাহান, ফাতেমা, আইভি খাতুন, মো. সামিউল হোসেন, মেহরাব হাসান প্রমুখ সদস্যরাও দেওয়াল তৈরি, কাপড় সংগ্রহ ও বিতরণে সক্রিয় ছিলেন।
দৈনিক কালের কণ্ঠের বগুড়া জেলা মাল্টিমিডিয়া রিপোর্টার মো. তহমিদুর রহমান বলেছেন, বিজয়ের মাসে দাঁড়িয়ে মানবিকতা ও দেশপ্রেমের এক অনন্য উদাহরণ এটি। শীতের কনকনে রাতে অনেক মানুষ যখন কষ্টে থাকে, তখন ‘মানবতার দেওয়াল’ সমাজে সহমর্মিতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়। স্থানীয় মানুষ এই উদ্যোগকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন।
তাদের আশা ‘মানবতার দেওয়াল’ দেখে সমাজের আরও প্রতিষ্ঠান এমন সৃজনশীল জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসবে এবং মানবিকতার উষ্ণতা পুরো সমাজে ছড়িয়ে পড়বে।
বিডি-প্রতিদিন/তানিয়া