চট্টগ্রামের পটিয়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃহস্পতিবার হজরত ইমাম হোসাইন শিক্ষা কমপ্লেক্স মাদ্রাসার ৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শিক্ষা সহায়তা পেয়ে শিক্ষার্থীরা যেমন উচ্ছ্বাস প্রকাশ করেছে, তেমনি অভিভাবক ও শিক্ষকমণ্ডলীও এ উদ্যোগকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক হিসেবে দেখছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা আবু বাকার আল কাদেরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছালেহ আহমদ হাসান বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. শাখাওয়াত হোসাইন হিরু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পটিয়া প্রেস ক্লাব সভাপতি আবদুল হাকিম রানা, মাওলানা মো. ইয়াছিন আরাফাত হোসাইনী এবং মাওলানা নাঈমুদ্দিন কাদেরী।
এ ছাড়া বসুন্ধরা শুভসংঘের বন্ধু সাজ্জাদ হোসেন, মো. পারভেজ, হাফেজ মাসুম কাদেরী এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে আশরাফুল ইসলাম আহাদ, মো. আসিফুর রহমান, তামিম হোসেন ও বেলাল হোসেন সোহান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মাদ্রাসার সুপার মাওলানা আবু বাকার আল কাদেরী বলেন, “শিক্ষাই মানুষের প্রকৃত পরিচয়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের কর্ণধার—তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব।”
ডা. শাখাওয়াত হোসাইন হিরু বলেন, “একটি খাতা-কলমও শিক্ষার্থীর জীবনে বড় পরিবর্তন আনতে পারে। গ্রামীণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে শুভসংঘের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
আবদুল হাকিম রানা বলেন, “শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানে ভবিষ্যতের একটি উজ্জ্বল সমাজ গড়ে তোলা। শুভসংঘের এ উদ্যোগ পটিয়ার সমাজবোধে ইতিবাচক পরিবর্তন আনবে।”
শুভসংঘ চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েল বলেন, “শিক্ষা যেন কারও অধিকার না হারায় তাই সার্থক সমাজ গড়তে বিত্তবানদের এগিয়ে আসা জরুরি।”
আলোচনা পর্ব শেষে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে শিক্ষার্থীদের খাতা, কলম, পেন্সিল, স্কেল ও রাবারসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/তানিয়া