ময়মনসিংহের গৌরীপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে গৌরীপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন সংগঠনটির সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ গৌরীপুর উপজেলা শাখার সহ-সভাপতি তোফাজ্জল হোসেন। সঞ্চালনায় ছিলেন শুভসংঘের সিনিয়র সদস্য ওবায়দুর রহমান। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রইছ উদ্দিন রইছ, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা, বসুন্ধরা শুভসংঘ গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হারুন মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সড়ক এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। বক্তারা অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, সড়ক পরিবহন নীতিমালার দুর্বল প্রয়োগসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
শুভসংঘের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, সড়ক এখন নরকে পরিণত হয়েছে। প্রতিনিয়তই মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। সরকারের প্রতি আমাদের দাবি, সড়কে আর যেন নতুন করে কারও প্রাণ না ঝরে। কোনো মায়ের বুক যেন আর খালি না হয়।
সাধারণ সম্পাদক হারুন মিয়া বলেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির হার উদ্বেগজনক। অদক্ষ চালক ও ফিটনেসবিহীন গাড়িই এর বড় কারণ। গৌরীপুর প্রবেশমুখী প্রধান তিনটি সড়কের অবস্থা অত্যন্ত নাজুক—এলজিইডি ও উপজেলা প্রশাসন যেন দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বসুন্ধরা শুভসংঘের সিনিয়র সদস্য রাকিবুল ইসলাম রাকিব, আইটি ব্যবসায়ী তৌহিদুল আমিন তুহিন, জাহাঙ্গীর ইসলাম সাব্বির, তাসাদ্দুল করিম, শেখ মোহাম্মদ সৌরভ, সাংবাদিক ঐক্য ফোরামের দফতর সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাইনুল