তুমি অর্ধাঙ্গিনী নাকি পূর্ণাঙ্গিনী
আমার পুরোটা জুড়ে তুমি আর তুমি
তুমি এলে জয় করে নিলে
আমার অন্তর গহীন।
তুমি শিল্পী, শিল্পকলা পাঁজরে মিশে আছে
ঘর গৃহস্থালিকেও শিল্পের কারুকার্যে
পরিপাটি করে মনের মতো সাজিয়েছো
তুমি ছাড়া আমি নিষ্প্রাণ
তুমি অর্ধাঙ্গিনী নও
পূর্ণাঙ্গিনী আমার জীবনে, ভুবনে।