আমার এই দেশ-
মৃত্যু বুনে রাখা আছে সর্বত্র।
এখানে মঞ্জুরিত বৃক্ষের মৃত্যু হয়।
জ্বালানি হয় অগ্নিকুণ্ডে নিয়ত সবুজ বনানী।
বর্ম পরে থাকে অনেকেই ধর্মের
নেকাবে থাকে ভরা রেকাবীতে নিয়ে
যথেচ্ছাচার, পাশবিক সহবাস
ভণ্ডামির ভ্রƒণ ছড়িয়ে শিরায় শিরায়।
ভালোবাসার মৃত্যু হয় প্রত্যেক দিন।
রূপকথা, শ্লীলতা, বৃষ্টি দিয়ে বাঁধা সবুজের আঁটি
উত্তোলিত হাতে দৃপ্ত শপথ, স্লোগান,
সকলি স্বল্পায়ু, ক্ষীণবীর্য, কেবলি অক্ষয় রয়
স্বপ্ন দেখা আর স্বপ্নভংগের দ্বিভাষিক ব্যাকরণ!