নদীর বয়ে চলার হেতু জানিনি
ভাঙ্গনে শঙ্কিত হওয়া স্বভাবিক
পলি জমে গর্ভদায়ী জঠরে রূপাচর জাগে
গোত্রান্তরে উত্তরপুরুষ গড়ে বসতি, জনপদ
ছিন্নমূল স্মৃতি- বিস্মৃত ভুলুয়া দরিয়ায় ভেসে যায়।
কোথায় হারালো দাদুর প্রেমের ভুলুয়া দরিয়া
লিজ বর্গায় দখলীজোত বেহুদা মৎস্যখামার
সিকস্তির বেড়াজালে ভুলুয়া দরিয়া হারালো
অকূলে অহেতুক বয়ে চলার ব্যাকুল হেতু।