শৈশব অচেনা বলে স্বপ্নগুলো বাতাসের ঘাড়ে
আছড়ে পড়ে ভালোবাসার বেহালা
বেহুলা ভেলায় ভাষায় মন।
গন্তব্য অমসৃণ জেনেও ভাসাই ভেলা
অবোধের গুঞ্জরণে ভাঙে মৌচাক
পেলব প্রশান্তির খোঁজে যেন অলীক সন্তরণ।
উচ্চাকাক্সক্ষার শর্তে বিকিকিনি ভালোবাসার
বালাখানায় কেবল মিলনের সোঁদা গন্ধ
বিনিময় অর্থগন্ধ, ভারি আসবাব, চৌকস
নিভৃতে কাঁদে পোড়া বাঁশি, জ্বলে পোড়া মন।