পৃথিবী বিবাগে বিরাজে অবিনশ্বর
বিভাজন আত্মভূজে নশ্বর
অশ্বত্থতলা হানা দেয় হৃদয় উজাড়,
অদেখা অসুর পৃথিবী জুড়ে
ভাঙাগড়া কামরতি চলে,
আর পোড়াসুখের দাহ শয্যায়
নীল বিষে নিয়ত নতজানু প্রজাপতি রাত
পৃথিবী বিবাগে বিরাজে অবিনশ্বর
বিভাজন আত্মভূজে নশ্বর
অশ্বত্থতলা হানা দেয় হৃদয় উজাড়,
অদেখা অসুর পৃথিবী জুড়ে
ভাঙাগড়া কামরতি চলে,
আর পোড়াসুখের দাহ শয্যায়
নীল বিষে নিয়ত নতজানু প্রজাপতি রাত