পাথরের বুকে কুঠার ঠুকে ঠুকে
পেয়েছি শুধু পাথর কণা,
ভালোবাসা এ জগতে দুর্লভ হীরা
কখনও বা গলিত সোনা।
পারে না কেউ অলংকার রূপে অঙ্গে জড়াতে
সে শুধু থাকে হৃদ- কন্দরে স্বপ্নরূপে সুষুপ্ত প্রাতে।
তাই বন্ধু চেওনা তাকে আপন করে কাছে পেতে,
কর তার সুধা পান, দেখ চেয়ে, হাত রাখ হাতে।
মনকে বল এই তো পেলাম,
এ-ই তো পেলাম আর বেশি কিছু চাই না,
ভালোবাসা থাক মনের গহীনে।