প্রবাসী পেশাজীবীদের প্রাণবন্ত অংশগ্রহণে আবুধাবিতে ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অব বাংলাদেশ আবুধাবি (ইএবিএ)-আয়োজিত বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) আবুধাবির আল রাহবা এন্টারটেইনমেন্ট স্পোর্টস ক্লাবে এ মিলনমেলা হয়।
দিনব্যাপী এই অনুষ্ঠানে আমিরাতের সাতটি প্রদেশ থেকে আগত পাঁচ শতাধিক প্রকৌশলী, স্থপতি, চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের এক অসাধারণ মিলনমেলায় পরিণত হয়।
এরপর অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা পর্ব। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী আফজাল হোসেন এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি প্রকৌশলী ইজাজ কলিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দূতাবাসের উপ-মিশন প্রধান শাহনাজ আক্তার রানু, বাংলাদেশ বিমানের আঞ্চলিক পরিচালক শাহাদাত হোসেন এবং সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আহমেদ হোসেন চৌধুরী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা এবং সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দেশের মর্যাদা ও সংহতি রক্ষায় প্রবাসীদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী রেজাউল হাসান এবং প্রকৌশলী হামিদুল হক।
আলোচনা পর্ব শেষে অতিথিরা ঐতিহ্যবাহী মেজবানি ভোজে অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে অংশগ্রহণকারীদের বিভিন্ন বয়স গ্রুপের জন্য ছিল আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে পরিবেশিত গান, আবৃত্তি ও কৌতুক দর্শকদের মুগ্ধ করে। র্যাফেল ড্র ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিডি-প্রতিদিন/জামশেদ