নতুন প্রজন্মের মধ্যে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে কানাডার ক্যালগেরির জেনেসিস সেন্টারে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি'র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব। উৎসবে প্রবাসীদের আনন্দঘন মুহুর্তকে স্মরণীয় করতে যোগ দিয়েছিলেন সংগীত শিল্পী শুভ্র দেব এবং বিদেশিরাও।
রঙিন আর বর্ণিল সাজে সজ্জিত হয়ে প্রবাসী বাঙালি গৃহিণীরা পসরা সাজিয়ে পরিবেশন করে চিতই পিঠা, পাটিসাপ্টা, পুলি, গুঁড়া পিঠা, গোলাপ পিঠা, পাকন পিঠা, ভাপা পিঠা এবং হৃদয় হরণ পিঠাসহ নানা ধরনের পিঠা।
বছরের প্রায় আট মাসই বরফাচ্ছাদিত থাকলেও বাংলার প্রকৃতির ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় হৃদয় মন ভরে উঠেছিল প্রবাসী জীবনের আনন্দ জয়গানে। দিনব্যাপী উৎসবে বাঙালির চিরাচরিত আড্ডা আর শিশু-কিশোর, নারী-পুরুষের পদচারণায় পুরো সেন্টার পরিণত হয়েছিল এক খণ্ড বাংলাদেশে। প্রবাসের মাটিতে শুভ্র দেবের আশি আর নব্বই দশকের বিখ্যাত সব গানে মুগ্ধ হন দর্শকরা, নস্টালজিয়ায় ফিরে যান অতীতের ফেলে আসা স্মৃতিতে।
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান বলেন, 'আমাদের রয়েছে সুন্দর একটি সংস্কৃতি। আমাদের সেই ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। আর তারই বহিঃপ্রকাশ ঘটেছে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে।'
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সাধারণ সম্পাদক আসিফ হোসেন বলেন, শীতকালীন পিঠা উৎসবে প্রবাসীরা খুব আনন্দ উচ্ছ্বাসে দিনব্যাপী এই অনুষ্ঠান উপভোগ করছে। শীতের এই সময়টায় আমরা বাংলাদেশকে খুব মিস করি।
আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা কিছুটা সময়ের জন্য হলেও প্রবাসে আমরা ফিরে পেয়েছিলাম লাল-সবুজের বাংলাদেশকে।'
দূর প্রবাসে বাঙালি সংস্কৃতির এ উৎসব যেন এক মহামিলন। কর্মজীবনের পাশাপাশি সম্প্রীতির বন্ধনে এমনি করে বারবার মহামিলনে জেগে উঠুক নতুন প্রজন্ম– এমনটাই প্রত্যাশা ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের।
বিডি-প্রতিদিন/তানিয়া