রাজধানীর উত্তরা দিয়াবাড়ী ৪ নম্বর ব্রিজ সংলগ্ন ১১ নম্বর লেক পাড়ের পূর্বপাশে দেশের সর্ববৃহৎ মিয়াওয়াকি বন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গত ২৬ নভেম্বর ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ প্রায় ৫৪.৬৩ কাঠা আয়তনের এ বনায়ন প্রকল্প উদ্বোধন করেন।
মিয়াওয়াকি বনের ধারণা এসেছে জাপানের বিখ্যাত উদ্ভিদবিদ আকিরা মিয়াওয়াকির কাছ থেকে। এ পদ্ধতিতে ছোট জায়গায় অল্প সময়ে পুরোনো বনের আদল তৈরি করা হয়। এ পদ্ধতিতে লাগানো গাছ সাধারণ বনের গাছের চেয়ে ১০ গুণ দ্রুতগতিতে বৃদ্ধি পায় এবং অন্য বন থেকে ৩০ গুণ বেশি কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে।
ডিএনসিসি জানিয়েছে, এই বনে প্রায় ১৪ হাজার চারা লাগানো হচ্ছে। থাকবে প্রায় ২২৫ প্রজাতির দেশীয় ফলজ, বেরিজাত, ফুল, ঔষধি, কাঠজাত, শোভাবর্ধনকারী, কনিফার, গুল্ম ও ঝোপালো প্রজাতির গাছ। প্রাকৃতিক পানি নিষ্কাশনের জন্য কৃত্রিম পাহাড় তৈরি করা হয়েছে। দো-আঁশ মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট, অর্গানিক ফার্টিলাইজার, বোন মিল, কোকোডাস্ট, রাইস হাস্ক ও তরল সার মিশিয়ে বনোপযোগী পরিবেশ তৈরি করা হয়েছে। বনায়নে অন্তর্ভুক্ত করা হয়েছে সুপ্রশংসিত জাপানি ধারণা ‘শিনরিন ইয়োকু’ বা ‘ফরেস্ট বাথিং’ কার্যক্রম, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। ঢালু ও আঁকাবাঁকা পথ, ঘন বনের ভিতর এবং লেকের পাড় ঘেঁষে পদচারণার সুবিধা থাকবে।