আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে ‘ইতিহাস সেরা’। ভবিষ্যতে দেশে সুষ্ঠু নির্বাচনের মডেল হবে এই ভোট। গত তিনটি বিতর্কিত নির্বাচনে ভোট দিতে না পেরে দেশের মানুষ এবার মুখিয়ে আছে মর্যাদার নাগরিক অধিকার প্রয়োগের জন্য। বিশেষত জেন-জি, যে তরুণরা ভোটার হওয়ার পর কোনো অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হতেই দেখেননি। ভোট দিতে পারেননি। এবার তাঁরা ভোট দেবেন। সার্বিক পরিস্থিতি, সরকার ও নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলো প্রস্তুতি এবং দেশজুড়ে সাজসাজ রব দেখেশুনে আশা করা যায় যে এবার হয়তো প্রকৃতই আনন্দমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। যে কথা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবরই বলে আসছেন। বৃহস্পতিবার তিনি বলেন, আগামী নির্বাচন সবার জন্য একটা ঐতিহাসিক দায়িত্ব। ৬৪ জেলার এসপি ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি তাঁদের প্রতি নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে এ দায়িত্ব পালনের আহ্বান জানান। এবারের নির্বাচনকে ‘শত বছরের ভিত্তি নির্মাণের’ সুযোগ বলে উল্লেখ করেন। এ সুযোগের শতভাগ সদ্ব্যবহার দেশের প্রতিটি মানুষ, রাজনৈতিক দল ও নেতৃত্ব, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুশীল সমাজসহ সব অংশীজনের পবিত্র কর্তব্য। জাতীয় নির্বাচনের পাশাপাশি এবার গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। এটাও একটা বড় বিষয়। এ বিশাল কর্মযজ্ঞ সর্বোচ্চ স্বচ্ছতায় যেন অনুষ্ঠিত হয়, তার অনুকূলে, নিরপেক্ষতা নিশ্চিতের লক্ষ্যে এসপিদের পদায়নে দ্বৈবচয়ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে। প্রশাসনের আরও কিছু ক্ষেত্রেও। দেশের বৃহত্তর স্বার্থ এবং সরকারি চাকরিবিধির বাধ্যতায় এটা সবাইকে সহজভাবে মেনে নিতে হবে। এবং যে উদ্দেশ্যে এটা করা হলো, তা যেন তাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিপালিত হয়, সে ব্যাপারেও দায়িত্বশীল থাকতে হবে। পুলিশ কর্মকর্তাদের প্রতি প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটা ‘নতুন বাংলাদেশ’ জন্ম নেবে। এ সময় সবার কাজ হতে হবে ধাত্রীদের মতো- একটা নতুন জাতির জন্মে সহায়তা করা। জুলাই বিপ্লবে প্রায় দেড় হাজার প্রাণের বিনিময়ে, অসংখ্য মানুষের অন্ধত্ব-পঙ্গুত্ববরণের চরম মূল্যে যে নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে- প্রকৃত গণতন্ত্রে উত্তরণের মাধ্যমে তাকে পূর্ণতা দিতে হবে। তার জন্য চাই একটা নিখুঁত নির্বাচন- দেশিবিদেশি কোনো মহল যেন তার দিকে অভিযোগের আঙুল তুলতে না পারে। নির্বাচন বিলম্বিত, বানচাল বা বিতর্কিত করার জন্য এখনো দেশিবিদেশি ষড়যন্ত্র-চক্র কাজ করছে না- তা জোর দিয়ে বলা যাবে না। তবে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এ কথা বলতেই হবে যে সব মহলে প্রশংসিত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরতে দেশের প্রতিটি মানুষকে সচেতন থেকে, প্রশাসনকে সহযোগিতা এবং ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা