দেশ ও জাতির সেবার আদর্শ, পরমতসহিষ্ণুতা এবং শিষ্ঠাচারের রাজনীতি আমরা হারাতে বসেছি। বিশেষ করে কর্তৃত্ববাদী আওয়ামী শাসনের দেড় দশকে এগুলো সর্বনাশা অবক্ষয়ের শেষ সীমায় পৌঁছায়। তাদের কাছ থেকেই যেন শিক্ষা নিয়েছে অন্যরাও। আদর্শচ্যুত হয়ে, রাজনীতি কেবল ক্ষমতা, আধিপত্য, দখল, চাঁদাবাজি, অর্থবাণিজ্য হাতিয়ে নেওয়ার অস্ত্র হয়ে ওঠায় বাড়ছে রাজনৈতিক খুনখারাবি। উপরন্তু সব প্রধান দলেও নেতা-কর্মীদের মধ্যে দলীয় আনুগত্য এবং চেইন অব কমান্ড না থাকায় হানাহানি আতঙ্কজনক পর্যায়ে পৌঁছেছে। আধিপত্য বিস্তার নিয়ে বেড়েছে টার্গেট কিলিং। এ বছরের প্রথম দশ মাসে দেশে শুধু রাজনৈতিক কারণে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। গণ অভ্যুত্থান-পরবর্তী ১৪ মাসের হিসাব আরও ভয়ানক। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর দুর্বৃত্তদের প্রায় ২০০ হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২০ জন নিহত এবং দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের বড় অংশই বিএনপির নেতা-কর্মী। অন্য এক হিসাবে এই সময়ে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন ২৮১ জন। এর অধিকাংশ হত্যাকাণ্ড দলীয় কোন্দলে। কয়েকটি মানবাধিকার সংগঠনের প্রতিবেদনে রাজনৈতিক হত্যাকাণ্ডের এ ভয়ংকর চিত্র উঠে এসেছে। প্রতিবেদনগুলো বিশ্লেষণে দেখা যায়, পতিত আওয়ামী লীগ আমলেও রাজনৈতিক সহিংসতা এবং দুষ্কৃতকারীদের হামলায় বিপুলসংখ্যক নেতা-কর্মীর মৃত্যু হয়েছে। তার মধ্যে আওয়ামী লীগ নেতা-কর্মীরাই সংখ্যায় বেশি ছিলেন। প্রধানত ঘটনাগুলো ছিল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বেশি হত্যাকাণ্ডের শিকার বিএনপির নেতা-কর্মী। কারণ অভিন্ন অর্থাৎ সেই আধিপত্য বিস্তার। অন্তঃকোন্দল ছাড়াও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের প্রতিপক্ষদের মধ্যেও সংঘর্ষ, হামলা, ভাঙচুর, আগুনসন্ত্রাসের ঘটনা ঘটেছে। হতাহত হয়েছেন অনেকে। রাজনৈতিক অঙ্গনে সাধারণত ক্ষমতায় টিকে থাকতে খুনখারাবি ঘটে। কিন্তু এখন যা হচ্ছে, তা মূলত ভবিষ্যতে ক্ষমতায় যাওয়া এবং তার ভাগীদার হওয়ার লক্ষ্যে। এটা আরও বিপজ্জনক। এজন্য রাজনীতিতে আদর্শ, সহনশীলতা ও সৌজন্যের চর্চা ফিরিয়ে আনা প্রয়োজন। তবে সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে নির্বাচন বিলম্বিত করার লক্ষ্যে পরিকল্পিতভাবে কোনো অপশক্তি এসব নাশকতা ঘটাচ্ছে কি না, সেটাও গুরুত্ব দিয়ে খুঁজে দেখা দরকার।
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা