‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’- অঙ্গীকার নিয়ে দেশ-জাতির সেবায় নিয়োজিত, সশস্ত্র বাহিনীর সবচেয়ে বড় শাখা বাংলাদেশ সেনাবাহিনী। ভূখণ্ডের অখণ্ডতা এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা তাদের কর্তব্য। নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তায় প্রয়োজনে নৌ ও বিমানবাহিনী যুক্ত হয়ে শক্তি জোগাবে। এ ছাড়া যে কোনো জাতীয় সংকটে জরুরি অবস্থা মোকাবিলায় বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলারক্ষীদের সহায়তায় এগিয়ে আসতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। স্বাধীনতার উষালগ্নে প্রতিষ্ঠিত সেনাবাহিনী, ১১টি সেক্টরে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে দুর্ধর্ষ পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাস্ত করে, তাদের আত্মসমর্পণে বাধ্য করে। স্বাধীনতা-পরবর্র্তী ৫৪ বছরে নানা সংকটে, সামাজিক-রাজনৈতিক বিশৃঙ্খলা প্রতিহতে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও দুর্গতদের উদ্ধার-ত্রাণে দায়িত্বশীল অগ্রণী ভূমিকা পালন করে আসছে সেনাবাহিনী। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যাপক সংখ্যায় প্রশংসনীয় অংশগ্রহণে দেশের জন্য প্রভূত বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তারা জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে। সবশেষ শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে চব্বিশের গণ অভ্যুত্থানে, ছাত্র-জনতার পাশে দাঁড়ানোয় স্বৈরাচারের পতন ত্বরান্বিত হয়েছে। যাদের ভূমিকায় আজকের নতুন বাংলাদেশ, সেখানে সেনাবাহিনী এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের অবদান স্মরণীয়। জুলাই বিপ্লবের প্রথম সারির নেতারা বিভিন্ন পরিপ্রেক্ষিতে তার সঙ্গে যোগাযোগ, পরামর্শ করেছেন। শেখ হাসিনার পালানোর পর সেনাপ্রধানই জাতিকে তা জানান। এবং রাজনৈতিক নেতা, সুশীল সমাজ, জুলাই যোদ্ধাসহ অংশীজনদের নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন বিষয়ে আলোচনা করেন। গণ অভ্যুত্থানের পর থেকেই অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে রয়েছে সেনা। বর্তমানে বিচারিক ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করছে। ফেব্রুয়ারিতে নির্বাচন। গতকাল ছিল মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা; যেখানে তার মৃত্যুদণ্ড হয়েছে। এর আগে-পরে নানা নাশকতার আশঙ্কা ছিল, আছে। এসব সামনে রেখে রবিবার সেনাপ্রধান কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। বাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের উল্লেখ করে বলেন, নিষ্ঠা, একাগ্রতা ও পেশাদারির সঙ্গে সব চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা অর্জন করে, প্রস্তুত থাকতে হবে। সময়ের সঠিক নির্দেশনা এটা। জনগণ সেটাই প্রত্যাশা করে দেশ-জাতির জন্য প্রাণ উৎসর্গের শপথ নেওয়া এই বাহিনীর কাছে।
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা