স্ট্রোক এমন একটা গুরুতর স্বাস্থ্য সমস্যা, যা মূলত মানুষের মাথায় আঘাত হানে। মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে কোষগুলো মরে গেলে স্ট্রোক হয়। প্রাণঘাতী বা অঙ্গহানির ব্যাধি হিসেবে এটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর চিকিৎসার মূল সূত্রই হলো মস্তিষ্কে রক্তপ্রবাহ পুনরুদ্ধার এবং ক্ষতি কমানো। তার জন্য ক্ষরণ-লক্ষণ শুরুর এক ঘণ্টার মধ্যে সঠিক চিকিৎসা শুরু করা খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসকরা এ সময়টাকে বলেন ‘গোল্ডেন আওয়ার’। তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলে রোগীর ক্ষতির আশঙ্কা অনেকটাই কমানো সম্ভব। দ্রুত সঠিক চিকিৎসা পেলে স্ট্রোক থেকে পুরোপুরি সুস্থ হওয়াও অসম্ভব নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি মেকানিক্যাল থ্রোমবেক্টমির মাধ্যমে স্ট্রোকে মৃত্যুঝুঁকি কমানো সম্ভব। আক্রান্ত হওয়ার ১৬ থেকে ২৪ ঘণ্টার মধ্যেও এ চিকিৎসা কার্যকর হতে পারে। তবে এখনো এটা ঢাকাকেন্দ্রিক। তাও রাজধানীর হাতেগোনা কয়েকটি হাসপাতালে আছে। মোটেও সহজলভ্য নয়। দেশের স্বাস্থ্য খাতের সার্বিক সক্ষমতায় বিরাট দীনতা রয়েছে। বিশেষত স্ট্রোকের চিকিৎসা ঘাটতি দুর্ভাগ্যজনক। অথচ স্ট্রোক আক্রান্তের হার দিনকে দিন বাড়ছে। বর্তমান জীবনযাত্রার চাপ, ফাস্টফুড আসক্তি, শারীরিক পরিশ্রম কম করা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি অনুষঙ্গে ক্রমবর্ধমান হারে স্ট্রোকে আক্রান্ত হচ্ছে মানুষ। কিন্তু হাতের কাছে উপযুক্ত চিকিৎসার হাসপাতাল নেই। অনেক কাঠখড় পুড়িয়ে, বিস্তর সময় ক্ষেপণে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন রোগীকে একটা হাসপাতালে আনা হলো- দেখা গেল শয্যা খালি নেই। চিকিৎসা সরঞ্জাম অন্য রোগীর জরুরি সেবায় নিয়োজিত। তখন অনিশ্চিত অপেক্ষা ছাড়া কিছু করার থাকে না। চিকিৎসার বিলম্বে অনেকের প্রাণপ্রদীপ নিভে যায়। অনেকে বরণ করেন দীর্ঘ বা চিরকালীন পঙ্গুত্ব। এই দুর্ভাগ্য দশা থেকে মুক্তি পেতে মানুষের নাগালের মধ্যে লাগসই, আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিকেন্দ্রীকরণের বিকল্প নেই। প্রতি বিভাগে তো বটেই, জেলা পর্যায় পর্যন্ত ক্যানসার, কিডনি, হৃদরোগ চিকিৎসার বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা চাই। স্ট্রোকের আধুনিক চিকিৎসাব্যবস্থাও নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, মৌলিক মানবিক অধিকারগুলোর মধ্যে স্বাস্থ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ব্যক্তি যদি বেঁচেই না থাকে, অন্য কোনোটিই তার আর প্রয়োজন থাকে না।
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা