দেশের কৃষকদের সঙ্গে যদি রাজধানীসহ বিভিন্ন নগর-মহানগর, শহর-বন্দরের বিক্রেতাদের সরাসরি যোগাযোগ থাকত, তাহলে হাত বদলে পণ্যমূল্যের ক্রমবৃদ্ধি বন্ধ হতো। উৎপাদক এবং ভোক্তা দুই পক্ষই লাভবান হতেন। মধ্যস্বত্বভোগীরাই বরাবর দুর্বল বাজারব্যবস্থাপনার সুযোগ নিচ্ছে। ফলে কৃষিক্ষেত্র থেকে শহরের খুচরা বাজারে পৌঁছাতে সবজির দাম বেড়ে প্রায় চার গুণ হয়ে যাচ্ছে। রাজধানীর ভোক্তারা এ ক্ষেত্রে সবচেয়ে চড়া দামের বলি হন। সংশ্লিষ্ট মহলের পর্যবেক্ষণ বলছে-ঘন ঘন হাতবদল, পথেঘাটে চাঁদাবাজি এবং জোরদার বাজার তদারকির অভাবে কৃষক থেকে ভোক্তা পর্যায়ে দামের এই বিস্তর ফারাক হচ্ছে। কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছে না। অনেক ক্ষেত্রে তাদের উৎপাদন ব্যয়ই উঠছে না। অন্যদিকে ক্রেতাকে কিনতে হচ্ছে অযৌক্তিক গলাকাটা দামে। এ সমস্যা থেকে উত্তরণে কৃষি বিপণনব্যবস্থা শক্তিশালী করা এবং বাজারব্যবস্থা সুদৃঢ় করার কোনো বিকল্প নেই। বর্তমানে বাজারে প্রায় সব জিনিসেরই দাম বেশি। বিশেষ করে সবজির। ভারী বৃষ্টির কারণে সরবরাহ কম থাকার অজুহাতে গত সপ্তাহে কাঁচা মরিচের দাম হঠাৎই বেড়ে যায়। সবজির গায়েও সে আঁচ লাগে। ব্যবসায়ীরা আশা করছেন, এক-দেড় মাসের মধ্যে শীত মৌসুমের সবজি বাজারে আসতে শুরু করলে দাম কমে আসবে। শুধু শাকসবজি নয়, চাল-ডাল-তেল, মাছ-মুরগির দামও বেড়েছে। খোদ টিসিবির তথ্য অনুসারে, এক সপ্তাহের ব্যবধানে সয়াবিন ও পিঁয়াজের দাম বেড়েছে। সব মিলে নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের নাভিশ্বাস অবস্থা। হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত পরিবারও। আয় বাড়েনি, অনেক ক্ষেত্রে কমেছে বা কর্মহীনতার অভিশাপের শিকার হয়েছে অনেক জনশক্তি। পরিবারগুলো দুঃসহ জীবনের গ্লানি বহন করছে। এর মধ্যে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি তাদের দুর্দশা আরও বাড়িয়ে দিচ্ছে। এর বিহিত হওয়া প্রয়োজন। তার পদক্ষেপ নিতে হবে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে। কৃষককে প্রয়োজনীয় সহায়তা ও পৃষ্ঠপোষকতা দিয়ে উৎপাদন বৃদ্ধির উপযোগ সৃষ্টি করা কর্তব্য। এরপর উৎপাদিত পণ্যের গতিশীল সরবরাহ নিশ্চিত করে যৌক্তিক মূল্যে বিপণনও নিশ্চিত করতে হবে। কৃষকের বঞ্চনা ঠেকানো ও ভোক্তার ন্যায্যমূল্যে পণ্য পাওয়া নিশ্চিত করা রাষ্ট্রযন্ত্রেরই কাজ। তাদের সেটা আন্তরিকতা ও পেশাদারির সঙ্গে করতে হবে। পাশাপাশি থাকতে হবে জবাবদিহি। কৃষক, ক্রেতা-বিক্রেতা এবং প্রশাসনের মধ্যে ন্যায্যতার এ মেলবন্ধন অত্যন্ত জরুরি।
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা