অন্তর্বর্তী সরকারের ঘোষিত প্রধান তিনটি কাজ হচ্ছে- সংস্কার, বিচার এবং নির্বাচন। এগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে না পারলে স্বভাবতই তার সাফল্য প্রশ্নবিদ্ধ হবে। গণ অভ্যুত্থানের স্বপ্ন-আকাক্সক্ষা পূরণ ও জুলাইয়ের চেতনা বাস্তবায়ন অসম্পূর্ণ থেকে যাবে। হাজারো শহীদের আত্মত্যাগ, অসংখ্য মানুষের অন্ধত্ব, পঙ্গুত্ববরণ অর্থহীন হবে। এটা কোনো দেশপ্রেমী মানুষের কাম্য নয়। জাতি চায় বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাদের অগাধ বিশ্বাস ও ভরসার মর্যাদা রক্ষা করবে- তাদের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের মাধ্যমে। বলাই বাহুল্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনরায় নিয়ে গঠিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তরই এ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। মূলত সেটাই হতে পারে সাফল্য-ব্যর্থতা নির্ণয়ের মাপকাঠি। এ প্রেক্ষাপটেই অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তিনি বলেন, ‘আমরা চাই অন্তর্বর্তী সরকার সফল হোক। আশা করি, সরকার তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং দেশের জন্য একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম হবে’। এ আশাবাদ এবং ঐকান্তিক কামনা গোটা জাতির। কারণ নির্বাচিত সরকার না থাকায় অর্থ-বাণিজ্য-বিনিয়োগ নানা ক্ষেত্রে গতিশীলতা বিঘ্নিত হচ্ছে। নতুন কর্মসংস্থান হচ্ছে না, বরং অনেক মানুষ কর্মচ্যুত হচ্ছে। অনেক শিল্পকারখানা উৎপাদনের ধারা অব্যাহত রাখতে পারছে না। এসব ছায়া ফেলছে ড. ইউনূসের সরকারের ওপর। জনপ্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশা বাড়ছে জনমনে। আশা করি, এ গ্লানির কালিমা অন্তর্বর্তী সরকার তার গায়ে লাগতে দেবে না। বরং একটা অবাধ, সুষ্ঠু, সর্বজনগ্রাহ্য ‘ইতিহাসের সেরা’ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সাফল্যের উজ্জ্বল তকমা নিয়ে দায়িত্ব হস্তান্তর করবে। জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এ স্বল্পকালের সরকারকে। নির্বাচিত সরকার অন্তর্বর্তী সরকারের অসম্পূর্ণ কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করবে। স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মানবিক মর্যাদা সমুন্নত রেখে, দেশের উন্নয়ন এবং জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করবে। মজবুত হবে গণতন্ত্রের ভিত।
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা