রতন স্টোর। মালিক রতন মজুমদার। দোকানের অবস্থান কুমিল্লা মহানগরীর রাজগঞ্জ দুধবাজারে। তাঁর বয়স প্রায় ৭০। অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। দেশের অন্য ৮-১০ জন দোকানদারের থেকে তিনি ব্যতিক্রম। তিনি কোনো ক্যালকুলেটর ব্যবহার করেন না। মুখে মুখে করেন লাখ টাকার হিসাব। তাই ক্রেতাদের মুখে তিনি হয়ে উঠেছেন ‘মানব ক্যালকুলেটর’। এ ছাড়া সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করায় দিন দিন তাঁর ক্রেতা বাড়ছে। তিনি ক্যালকুলেটরের থেকে কম সময়ের মধ্যে হিসাব করতে পারেন। রতনের হিসাব নিখুঁত ও দ্রুত। তিনি যেন গণনাযন্ত্রকেও হার মানান! রতনের দোকানে গিয়ে দেখা যায়, সেখানে ক্রেতাদের ভিড়। কেউ পণ্য কিনতে এসেছেন, কেউ দেখছেন তার নির্ভুল গণনা। একজন ক্রেতার ক্রয় করা পণ্য তার সহকারী নয়ন মজুমদার ব্যাগে দিচ্ছেন আর তিনি মুখে হিসাব করে ফেলছেন। তার এ প্রতিভা দেখে মুগ্ধ ক্রেতারা। সহকারী নয়ন মজুমদার বলেন, ১০টি পণ্যের দাম বলি আর তিনি মুখে হিসাব করে ফেলেন। এতে ক্রেতারা খুশি হন। আমারও ভালো লাগে। ক্রেতারা তাঁকে ‘মানব ক্যালকুলেটর’ বলে ডাকেন। রতনের দোকানের ক্রেতা কাপ্তানবাজার এলাকার মফিজ উদ্দিন আখন্দ। তিনি বলেন, ‘১৯৯৫ সাল থেকে তাঁর দোকানে আসি। ২০ হাজার হোক বা ৪০ হাজার হোক তিনি মুখে হিসাব করে ফেলেন। হিসাবে কখনো গরমিল হয়নি। তাঁর এখানে পণ্যের দামও তুলনামূলক কম। তাই এখানে আসি।’ ক্রেতা হালুয়াপাড়ার লোকমান হোসেন বলেন, ‘তাঁর বিষয়টি অনেক ইউনিক। তিনি অনেক লম্বা হিসাব মুখে করে ফেলেন। দেখতে অনেক ভালো লাগে। হিসাব করতে করতে তিনি এক্সপার্ট হয়ে গেছেন।’ ক্রেতা চান্দপুরের আবদুল আউয়াল রানা বলেন, ‘রতন মজুমদার ভালোমানের পণ্য দেন সাশ্রয়ী দামে। চকবাজার থেকে এখানে কম দামে পাওয়া যায়। রাজগঞ্জ এলাকার মুদিমালের মধ্যে তিনিই ৪০ ভাগ বিক্রি করেন।’ রতন মজুমদার বলেন, ‘আমার বাসা গোয়ালপট্টি। স্ত্রী ও দুই ছেলে আছে। ব্যবসা করছি ৩৫ বছর ধরে। রাজবাড়ি গেটে প্রথম দোকান ছিল। কেরোসিন বিক্রি দিয়ে শুরু। পান, সিগারেট ও চা বিক্রি করেছি। পরে দুধবাজারের পাশে মুদি দোকান দিয়েছি।’ মুদি দোকান দিয়েছেন প্রায় ২৫ বছর। ক্রেতাকে সাশ্রয়ী মূল্যে ভালো পণ্য দিতে তাঁর আনন্দ লাগে বলেও জানান। এ ছাড়া মুখে মুখে হিসাব করতে দেখেন তা মিলে যাচ্ছে। ক্রেতারা এ নিয়ে প্রশংসা করেন বলে জানান তিনি।
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
প্রকাশ:
০০:০০, শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
আপডেট:
০১:০৬, শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
মুখে করেন লাখ টাকার হিসাব
যেন মানব ক্যালকুলেটর
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর