১. স্মৃতির পালক
অন্ধকার খুঁড়ে তুলে আনি স্মৃতির পালক
স্মৃতি মানে ভালোবাসা শ্রাবণীর চোখের নদী
সবুজ বালিকার প্রেমে আর্দ্রিত অবুঝ বালক;
স্মৃতি মানে প্রথম যৌবন, দুরন্ত ঝর্ণার গান
শ্রাবণীর চোখে আমি ধোঁয়াটে কুয়াশা যদি
একদিন ওখানেই হিমায়িত ছিল হৃদয়ের টান!
২. ইরেজার
সমুদ্র হয়তো পারে জলজ শরীরে
মুছে দিতে বেলাভূমির দাগ
তুমি মুছবে বলো কোন্ ইরেজারে
আমার বুকের প্রেম, অনুরাগ?