আমার এক ছোটভাই সম্প্রতি বিরাট এক ঘটনা ঘটিয়ে বসল। এককথায়- কিলাকিলি। আমি তাকে একান্তে ডেকে বললাম, কাউকে মুখে কিছু বললি, এটা ঠিক আছে। কিন্তু হাতাহাতি করবি কেন? ছোটভাই বলল, আপনি যদি ডাক্তারের কথা মেনে চলেন, তাহলে আমি যেটা করেছি, সেটা ঠিক আছে। আমি অবাক হয়ে বললাম, মানে? ছোটভাই বলল, সম্পর্ক আছে। ডাক্তার বলেছে, শরীরের প্রতিটি অঙ্গকে কাজে লাগাতে হবে। এতে শরীরচর্চা বলতে যেটা বোঝায়, সেটা হবে। এক অঙ্গকে কাজে লাগাবেন, আরেক অঙ্গকে কাজে লাগাবেন না, এতে কিন্তু শরীরচর্চাটা ঠিকঠাক হবে না। আমি বললাম, ডাক্তার তো ভালো কথাই বলেছেন। তাহলে তুই হাতাহাতিটা করলি কী জন্য? ছোটভাই বললো, ডাক্তারের কথা মানতে গিয়েই করেছি। প্রথমে করেছিলাম কথা কাটাকাটি। এতে পুরো শরীর কাজ করছিল না। তারপর হাত-পা কাজে লাগালাম। এই হলো ব্যাপার। এভাবেই সামান্য ঘটনাকে অনেকে অসামান্য ঘটনায় পরিণত করেন। আর এটাই হচ্ছে এখন চারপাশে। আপনি যদি ঘটনার কারণ অনুসন্ধান করতে যান, তাহলে দেখবেন তেমন কিছুই না। গতকাল এই ছোটভাইয়ের সঙ্গে আবার দেখা। আমি আগের কথার রেশ টেনে বললাম, এই যে মানুষ ছোট ঘটনাকে বড় ঘটনা বানিয়ে ছাড়ে, এটা কি ঠিক? ছোটভাই বলল, আপনি কিন্তু একদিন ছোট ছিলেন। আপনি না শুধু, আমরা সবাই ছোট ছিলাম। তারপর বড় হওয়ার স্বপ্ন দেখলাম। বড় হয়েও গেলাম। আর আপনি এতটাই বড় হলেন যে, একেবারে আমার বড় ভাই হয়ে গেলেন। আমি এবার ধমক দিলাম। বললাম অপ্রাসঙ্গিক কথা যেন না বলে। ছোটভাই বলল, উচিত কথা বললেই সেটাকে আপনার কাছে অপ্রাসঙ্গিক কথা মনে হয়? আরে ভাই, আপনার আমার যদি বড় হওয়ার স্বপ্ন থাকতে পারে, মানে আমরা যদি ছোট থেকে বড় হতে পারি, তাহলে ঘটনারা কেন পারবে না? এই জন্যই তো ছোট ঘটনা আজকাল বড় হয়ে যাচ্ছে। আমি বিরক্ত হয়ে বললাম, তুই যা এখন। তোর সঙ্গে কথা বলতে ইচ্ছা হচ্ছে না। ছোটভাই বলল, তাড়িয়ে দেবেন না ভাই। কী বলি শোনেন। আজকাল মানুষের মাথা একটু বেশিই গরম। এজন্য ঘটনা সামান্য হলেও তারা সেটাকে সামান্য থাকতে দিচ্ছে না। ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে ছাড়ছে। এতে একটা জিনিস স্পষ্ট হচ্ছে। আমরা কাজ ফাঁকি দিই না। কাজ বাড়াই!
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু