তৃতীয়বারের মতো মালয়েশিয়া আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেস-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে কনভেনশন সেন্টারে এ মেলা চলবে ৪ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত।
২০তম এ আসরে ওয়েলনেস, বিউটি কেয়ার, স্মার্ট যন্ত্রপাতি ও স্মার্ট পণ্য, খাদ্য ও পানীয়, উপহার ও ভোগ্যপণ্যসহ ছয়টি ক্লাস্টারে চীন, ইন্দোনেশিয়া, কোরিয়া, তাইওয়ান, বাংলাদেশ ও মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
মেলার দ্বিতীয় দিন বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ও অতিথিরা বাংলাদেশের দুটি স্টল ও অন্যান্য স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশ হাইকমিশনের স্টলে আসা ব্যবসায়ী ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনের সময় আয়োজক প্রতিষ্ঠান মালয়েশিয়া প্রোমাস ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটির প্রেসিডেন্ট ও ই এস ইভেন্ট ম্যনেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর দাতো চং চং তিক ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের বুথে পাটজাত পণ্য, সিরামিকস সামগ্রী, ওষুধ, চামড়াজাত পণ্য, খাদ্য ও পানীয় সামগ্রীসহ রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্য প্রদর্শিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/এমই