বাংলাদেশের মহান ৫৪তম বিজয় দিবসকে কেন্দ্র করে জালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টো আগামী ২০২৫ সালের বিজয় উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছে।
বিজয় উৎসব ২০২৫ উপলক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনীসহ স্থানীয় মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদানের আয়োজন করা হবে। সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন বাংলাদেশ ও কানাডার শিল্পীরা, যার মধ্যে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্র দেব ও সামিনা চৌধুরী।
উৎসবের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে সম্প্রতি টরোন্টোর স্পাইসি গ্রিল রেস্টুরেন্ট-২ এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টোর প্রেসিডেন্ট মাহবুব চৌধুরী রনি এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মেহেদি শরীফ মারুফ। বিজয় উৎসবের কনভেনর এজাজ চৌধুরী এবং মেম্বার সেক্রেটারি রিফ্ফাত নূয়েরিন অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা উপস্থাপন করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ইভেন্টের টাইটেল স্পনসর মুর্শেদ নিজাম সিপিএ, সম্মানিত স্পনসর সরোয়ার আহমেদ ও এবাদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি সাদ চৌধুরী ও মিজান চৌধুরী, উপদেষ্টা লায়েক চৌধুরী, আসাদ আহাদ নিশু, নির্বাহী সহ-সভাপতি মাকবুল হোসেন মনজু, সহ-সভাপতি হোসেন আহমেদ লনি ও আশজাদ বখত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহির শাকিব; অর্থ সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, ক্রীড়া সম্পাদক জুয়েল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান তারেক ইমাম, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, সহ-ধর্ম সম্পাদক আলি হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জীব রায়, সহ-সাংস্কৃতিক সম্পাদক নাঈম চৌধুরী এবং বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব।
সভায় বক্তারা বিজয় উৎসবের সার্বিক সফলতা কামনা করেন এবং অনুষ্ঠানকে আরও সুন্দর ও আকর্ষণীয় করতে মতামত প্রদান করেন। অনুষ্ঠানের টাইটেল স্পনসর মুর্শেদ নিজাম সিপিএ ও সম্মানিত স্পনসর সারোয়ার আহমেদ এবং এবাদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে বিজয় উৎসব-২০২৫ এর টিকিট উন্মোচন করেন। সবশেষে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ