বাংলাদেশ হাইকমিশন ও মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়াধীন প্রতিষ্ঠান সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশন এর যৌথ উদ্যোগে সামাজিক সুরক্ষা নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জোহর বাহরু পারকেসো মিলনায়তনেে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় পারকেসো কর্মকর্তাগণ মালয়েশিয়ায় প্রবাসী কর্মীরা যেসব সুবিধা পাওয়ার অধিকার রয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন এবং এ বিষয়ে তথ্যচিত্র প্রদর্শন করেন।
সভায় হাইকমিশনার এবং হাইকমিশনের কর্মকর্তাগণ প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মতবিনিময় সভায় প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেছেন। একই স্থানে প্রবাসী বাংলাদেশিদের দিনব্যাপী পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/তানিয়া