অস্ট্রেলিয়ার সিডনিতে অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার আয়োজনে এ মাহফিলটি অনুষ্ঠিত হয় ৩০ নভেম্বর (রবিবার) লাকেম্বা লাইব্রেরি হলে।
আয়োজনে সভাপতিত্ব করেন শাখার আহ্বায়ক মশিউর রহমান তুহিন এবং পরিচালনা করেন সদস্য সচিব জাহিদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাসেদুল হক। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সম্পাদক মোহাম্মদ অমি ফেরদৌস।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার সভাপতি এ এফ এম তাওহিদুল ইসলাম। বক্তারা বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে থাকা বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। দেশের সংকটময় সময়ে তার মতো অভিভাবকের সুস্থতা জাতির জন্য অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেন তারা। সবাইকে যার যার অবস্থান থেকে তার আরোগ্য কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করার আহ্বান জানান বক্তারা।
বিডি-প্রতিদিন/মাইনুল